২০ দলের ডাকা অনির্দিষ্টকালের অষ্টম দিনে চাঁদপুর শহরে সিএনজি স্কুটারে অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে অবরোধকারীরা। গতকাল সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে অবরোধকারীরা শহরের লেকে সিএনজি স্কুটার ও অটোবাইক ফেলে দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে বাকিলা থেকে যাত্রী নিয়ে আসা সিএনজি স্কুটারে অগ্নিসংযোগ করে অবরোধ সমর্থকরা। সিএনজি স্কুটার (যার নং-চাঁদপুর-থ-১১-০৩৭০) চালক আকবর জানান, বাকিলা এলাকা থেকে ক’জন যাত্রী নিয়ে শহরের কালী বাড়ি এলাকায় আসেন। যাত্রী নেমে বাকিলা যাওয়ার পথে অবরোধকারীরা পেট্রোল দিয়ে সিএনজি স্কুটারের উপরের অংশ পুড়িয়ে দেয়। খবর পেয়ে মডেল থানার এসআই আবু সাঈদ ঘটনাস্থল থেকে পেট্রোল ভরা একটি বোতল উদ্ধার করে। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে অবরোধ সমর্থকরা অটো ও সিএনজি স্কুটার ভাংচুর করে। সন্ধ্যায় মিশন রোড এলাকায় অবরোধকারীরা সিএনজি স্কুটার ভাংচুর করার সময় আওয়ামী যুবলীগের কর্মীদের ধাওয়ায় তারা পালিয়ে যায়। জানা যায় বিভিন্ন স্থানে অবরোধকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
শিরোনাম:
সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।