মিজান লিটন
২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের নবম দিনে চাঁদপুর শহরে সিএনজি স্কুটারে আগুন, বিভিন্ন যানবাহন ভাংচুর, ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের মধ্য দিয়ে পালিত হয়েছে। গতকাল ১৪ জানুয়ারি বুধবার সকালে শহরের নতুনবাজার এলাকা থেকে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিমের নেতৃত্বে অবরোধের সমর্থনে একটি মিছিল বের করে। বেলা ১১টায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ঘোষপাড়া পুলের সামনে বেশ কয়েকটি ব্যাটারি চালিত অটোরিক্সা ভাংচুর করে অবরোধকারীরা। এছাড়াও চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বাবুরহাট, ঘোষেরহাট, ষোলঘর, বাসস্ট্যান্ড, মিশন রোড়, ওয়্যারলেস এলাকায় অবরোধ সমর্থনকারীরা বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে।
আজ ১৫ জানুয়ারি ২০ দলের ডাকা সারাদেশে হরতালের সমর্থনে বিকেল সাড়ে ৪টায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেনের নেতৃত্বে শহরের চিত্রলেখা এলাকা থেকে মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা প্রদান করে। পুলিশি বাধা উপেক্ষা করে যুবদল মিছিল বের করে। মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ করে পুনরায় চিত্রলেখা এলাকায় এসে শেষ করে। এ সময় চিত্রলেখা মোড়ে ও কলেজের সামনে ২টি ককটেল বিস্ফোরণ ঘটায় নেতা-কর্মীরা। সাড়ে ৪টায় বিপণীবাগ এলাকা থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে। বিকেল ৫টায় ৭ ও ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বড় স্টেশন এলাকা থেকে হরতালের সমর্থনে মিছিল বের করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় ট্রাক রোড়স্থ দারুছ ছালাম মসজিদ এলাকায় একটি সিএনজি স্কুটারে আগুন দেয় অবরোধকারীরা।