প্রতিনিধি
২০ দলীয় জোটকে সমাবেশ করতে না দেয়া এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখার প্রতিবাদে ২০ দলীয় জোট ঘোষিত টানা অবরোধের সমর্থনে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ জানুয়ারি শনিবার দুপুরে উপজেলা বিএনপির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল দুপুরে কার্যালয় হতে বের হয়ে আলগী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ে এসে পথসভায় মিলিত হয়। সভায় বক্তারা বর্তমান সরকারকে অবৈধ আখ্যা দিয়ে বলেন, টানা অবরোধের মাধ্যমেই এ সরকারের বিদায় ঘটানো হবে। টানা অবরোধে বিএনপি নেতা-কর্মীদের রাজপথে থাকার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ আবেদ মনসুর বিশ্বাস, সদস্য সচিব আমিন উল্যাহ বেপারী, যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম শফিক, বিএনপি নেতা কামাল হোসেন বাচ্চু, উপজেলা যুবদলের আহ্বায়ক আজিজুল হক বাবুল, যুগ্ম আহ্বায়ক মোঃ জহির মাঝি, খোরশেদ আলম কোতওয়াল, আবুল বাসার বাসু, জয়নাল আবেদীন মাস্টার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আখন, সহ-সভাপতি জহির মিয়াজী, উপজেলা ছাত্রদল নেতা দিদারুল ইসলাম জমাদার, ছাত্রদল নেতা শাহাদাৎ হোসেন রিপন, সাইফুল ইসলাম মিরন, মোঃ সোলাইমান, এমরান, সোহেল, শরীফ মৃধা, মাহবুব, মামুন, নাজমুল, ফয়সাল আহম্মেদ, পিএম খোকন, হাইমচর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক নাজির উদ্দীন বেপারী, ছাত্রদল নেতা কাউছার, জিএম জহির, মনির হোসেন, রিয়াদ হোসেন, মালেকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।