অভিজিত রায়
॥ টানা অবরোধের ১৯তম দিনে ও চাঁদপুরে সকাল-সন্ধ্যা হরতালে জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি। সকাল থেকেই শহরে যানবাহন চলাচল করতে দেখা গেছে। ২০দলীয় জোট হরতালের দিলেও তাদের নেতাকর্মীদের অতীতের ন্যায় মাঠে দেখা যায়নি। হরতালে যে কোন নাশকতা এড়াতে পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাবুরহাট এলাকায় একটি পাটের গুদামে দুবৃর্তরা আগুন দেয়। এরও একঘন্টা আগে ঘোষের হাট এলাকায় বিদেশ ফেরত যাত্রীাবহী টেস্কিক্যাবে আগুন দেয়। বাবুরহাট-মতলব রোডে একটি সিএনজিতে আগুন দেয় দুবৃর্তরা। অন্যদিকে সকাল ১০টায় শহরের বিভিন্ন এলাকা থেকে ৪জনকে আটক করে পুলিশ। এরা হচ্ছে যুবদল নেতা শুক্কুর মস্তান, শফিক, শহর তরুন দল আহবায়ক ছোটন বেপারী ও মজিবুর হমান লিটন। পুলিশ তাদের আটক করে আদলতে পাঠিয়ে দেয়। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ভ্রারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, শহরের বিভিন্ন এলাকা থেকে ৪জনকে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাবুরহাট এলাকায় পাট ব্যাবসায়ি ও আশিকাটি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম বলেন আগুন লাগার পর আমি জানতে পেরে ফায়ার সার্ভিসকে ফোন দেই। তারা এসে আগুন নিভাতে সক্ষম হয়। তার পরও আমার ২লক্ষ ৫০হাজার টাকার ক্ষতি হয়েছে।
শিরোনাম:
রবিবার , ১৫ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।