অবরোধের ৫ম দিনে চাঁদপুরের জনজীবনে তেমন কোন প্রভব পড়েনি। অবরোধের সকাল সাড়ে ৯টায় বিএনপির কার্যালয়ের সম্মুখে কিছু নেতা কর্মীরা আসে। বেল ১১টায় কিছু নেতাকর্মী সংক্ষিপ্ত সময়ের জন্য অবস্থান করে বিভিন্ন শ্লেগান দিতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে শহরে সিএনজি , অটোরিস্কা ও রিস্কার যাতায়াত বাড়তে থাকে। পঞ্চ দিন শহরে কিছু ভারী যানবাহন চলাচল করতে দেখা যায়। অন্যদিকে সকাল থেকেই তেলের লরি ও কিছু যাত্রীবসী বাস একত্রিত হতে থাকে শহরে ষোলঘর এলাকায়। একত্রিত হওয়ার পর পুলিশী নিরপত্তায় এসকল ভারী যানবহন কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়ক দিয়ে গন্তব্যে রওনা হয়। এব্যাপার পুলিশ জানায় আমারা চাঁদপুর থেকে হাজীগজ্ঞ পর্যন্ত পৌছে দিয়ে আসবো। এরপর হাজীগঞ্জ পুলিশের পাহারায় তাদের গন্তব্যে পৌছবে।
এছাড়া ডেমো ট্রেন ছাড়া সকল ট্রেন সঠিক সময়ে চাঁদপুর আসে ও চাঁদপুর থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। চাঁদপুর নৌ-টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায় তবে যাতী সংখ্যাছিল নগন্য।
শিরোনাম:
রবিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩১ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।