সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের ৬ষ্ঠ দিনে চাঁদপুরের জনজীবন স্বাভাবিক। রবিবার সকাল থেকেই শহর জুড়ে চলতে থাকে সিএনজি, অটো রিক্সা, রিস্কা ও মোটর সাইকেল। এসব জানচলালে কোন প্রতিবন্ধকরাতার সৃর্ষ্টি হয়। দুরপাল্লার বাস চলাচল না করলেও মানুষ সিএনজি যোগেই দূর দূরান্তে যাতায়াত করছে। অন্যদিকে সকাল ৮টা বেলা ১২ টা ও ৪টায় তিন সিপটে শতশত তেলবাহি লড়ি ও পন্যবাহী ট্রাক পুলিশের পাহারায় চাঁদপুর থেকে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যায়। চাঁদপুরে পুলিশের কয়েকটি পেট্রোল কার কুমিল্লার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ভারী যানবাহন গুলোকে হাজীগঞ্জ পর্যন্ত পৌছে দেয়। রায়পুর, নোয়াখালী ও লক্ষèীপার গামী ভারী যানবহনগুলোকে ফরিদগঞ্চ পর্যন্ত পৌঁছে দেয় চাঁতপুরে পুলিশ।
এব্যাপারে চাঁদপুরের সদর সার্কেল মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন বলেন, অবরোধের ডাক দেওয়ার পর গত ৯ জানুয়ারী থেকে চাঁদপুর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে পুলিশেল কঠোর পাহারায় ভারী যাবহান ছেড়ে যাচ্ছে। দিনে ৩টি টিপে পুলিশ পুলিশী পহরায় ভারী যানগুলো চলাচল করছে।
এদিকে সকাল ৯টা থেকে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে আসতে থাকে। নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে একত্রিত হয়ে বিছিন্ন ভাবে ঘুরা ঘুরি করে কেউ পত্রিকা পড়ে, খোসগল্প করে বেলা ১টার আগে দলীয় কার্যালয় ত্যাগ করে। কয়েকজন সিনিয়র নেতা ছাড়া বিশেষ কাউকে দলীয় কার্যালয়ে দেখা যায় নি। ড্রেমো ট্রেন চলাচলা না করলেও দুপুরে চট্রগ্রাম থেকে সাগরিকা ট্রেন চাঁদপুরে এসে চাঁদপুর থেকে চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া অন্যান্য ট্রেন চাঁদপুর আসে ও নিদিষ্ট সময়ে চাঁদপুর থেকে ছেড়ে যায়। চাঁদপুর নৌ-টার্মিনাল থেকে লঞ্চ ছেড়ে গেছে নিয়মিত বিরতীতে। অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকায় শহর ছিল যানজট পূর্ন। শহরে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ রাস্তায় যানচটের কারনে সাধারণ মানুষকে চলাচল করতে বেশ ব্যাগ পেতে হয়েছে। অনেক সময় দীর্ঘ সময় যানজটের কারনে গাড়ী গুলোকে দীর্ঘ সময় ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
শিরোনাম:
মঙ্গলবার , ১৭ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।