অভিজিত রায় ॥
সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের দ্বিতীয় দিনে তেম কোন প্রভাব পড়েনি জনজীবনে। তবে অবরোধের কারনে চাঁদপুর আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে ঢাকা-চট্রগ্রাম-কুমিল্লার উদ্দেশ্যে কোন বাস ছেড়ে যায়নি। এদিকে সকাল ৯টা থেকে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে আসতে থাকে। নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে দুপুর পর্যন্ত অবস্থান করলেও পুলিশের ব্যাপক উপস্থিতির কারনে কোন প্রকার মিছিল করেনি। বিকেলেও বিএনপির আহয়াক কমটির কিছু নেতা দলীয় কার্যালয়ে এস অবস্থান করে। ড্রেমো ট্রেন চলাচলা না করলেও দুপুরে চট্রগ্রাম থেকে সাগরিকা ট্রেন চাঁদপুরে এসে চাঁদপুর থেকে চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। চাঁদপুর নৌ-টার্মিনাল থেকে দু’একটি লঞ্চ ছেড়ে গেলেও যাত্রী সংখ্যা ছিল নগণ্য। শহরের কিছু সিএনজি ও অটোরিক্সা চলাচল করলেও ভারী যানবাহনের দেখা মিলেনি।
বাস চলাচল না করায় শহর থেকে দূরের স্কুলের শিক্ষরা তাদের স্কুলে যেতে বিপাকে পড়তে হয়। অনেকেই অটোরিস্কা-রিস্কা ও পায়ে হেঁটে গন্তব্যে পৌছান। শিক্ষদের মতো অন্যান্য অফিসগামী চাকুরী জীবিরা তাদের গন্তব্যে যেতে বিপাকে পড়তে হয়। অবরোধের কারনে স্কুলের নিয়মিত ক্লাশে কোন প্রভাব পড়েনি। সকল স্কুলেই নির্ধারিত সময় পর্যন্ত ক্লাশ করেছে শিক্ষার্থীরা।
দলীয় কার্যালয়ে অবস্থান কালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সলিম উল্যা সেলিম, মাহাবুব আনোয়ার বাবলু, আক্তার হোসেন মাঝি, সেলিমু সালাম, জেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, সদস্য-সচিব হযরত আলী, জেলা ছাত্রদল সাবেক সভাপতি ইব্রাহিম কাজী জুয়েল, আহবায়ক ফয়সাল গাজী বাহার, যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান মাঝি, যুবদল নেতা কাদির বেপারীসহ বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী।