মুহাম্মদ মাসুদ আলম : নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে ১৮দলীয় জোটের ৫দফা অবরোধে মাছের আমদানি-রপ্তানি কমে যাওয়া ও নদী থেকে জেলেরা পর্যাপ্ত পরিমাণ মাছ না পাওয়ায় প্রাণ হারিয়ে ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুর বড় স্টেশন মৎস্য আড়ৎগুলো। এতে করে ব্যবসায়ীদের লোকসান বাড়ছে এবং কর্মহীন হয়ে পড়ছে এ কাজের সাথে জড়িত শ্রমিকরা।
আড়তের ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানাগেছে প্রতিবছর এ মৌসুমে ইলিশের আমদানি কম থাকলেও দেশীয় অন্যান্য প্রজাতির মাছ আমদানি হতো এসব আড়ৎগুলোতে। চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলাসহ পাশ্ববর্তী জেলা থেকে মৎস্য ব্যবসায়ী ও জেলেরা দেশীয় প্রজাতির মাছ নিয়ে আসতেন এ আড়তে। কিন্তু অবরোধের কারণে শুধুমাত্র নৌপথ ছাড়া অন্য কোন উপায় নেই মাছ আমদানি করার জন্য। শুধুমাত্র এখন লঞ্চ যোগে কিছু মাছ রপ্তানি করা হচ্ছে ঢাকায়। তাও পরিমাণে খুবই কম।
একজন মৎস্য শ্রমিক জানায়, গত ৬দিন পর রবিবার সকালে ২/৩জন দক্ষিণাঞ্চলীয় মৎস্য ব্যবসায়ী কিছু ছোট ও মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়ে আসছে এ আড়তে। আড়ৎ ঘুরে দেখা যায় বেশীরভাগ ব্যবসায়ীরা আলাপ-আলোচনা আর গল্প করে সময় কাটাচ্ছে। মাছ ওজন দেওয়ার কাজে ব্যবহৃত পাল্লাগুলো শুকিয়ে আছে। শ্রমিকদের মাছ পরিবহন করা টুকরি আর বক্সগুলো বিভিন্ন স্থানে স্তুপ করে রেখেছে। অনেক শ্রমিকই কাজ না থাকায় বিচ্ছিন্ন স্থানে লুডু খেলে সময় পার করছে।
অথচ মাছের আমদানি-রপ্তানি থাকলে এ আড়তে লক্ষ লক্ষ টাকার লেন-দেন হতো। মাছের দাম হাকাতে হই হুল্লুড় শব্দ শুনাযেত। একজন মৎস্য শ্রমিক জানায় গত ৬দিন পরে নোয়াখালী জেলার লুইড্ডা ও বরিশাল জেলার মেহেদীগঞ্জ থেকে ছোট ও মাঝারি সাইজের কিছু ইলিশ আমদানি হয়েছে। এছাড়া সদর উপজেলার নিকটবর্তী এলাকার কিছু দেশীয় প্রজাতির মাছ মাঝে মাঝে আড়তে আসে। তবে পরিমাণে খুবই কম।
মৎস্য ব্যবসায়ী নেতা মিজানুর রহমান ভুঁইয়া কালু জানান, এখন মাছের আমদানি কম। তারপরে আবার অবরোধ। এ কারণে এ আড়তের প্রায় ৪৫জন ব্যবসায়ীর লোকসানের পরিমাণ দিন দিন ভারী হচ্ছে। যাও কিছু মাছ আসছে, সেগুলো রপ্তানি করার জন্য যানবাহন না থাকায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিগত দিনে রাজনৈতিক আন্দোলন সংগ্রামেও চাঁদপুরের মৎস্য আড়তের আমদানি-রপ্তানি স্বাভাবিক ছিলো। এখন ট্রেন সিডিউল বিপর্যয়সহ সড়ক পথ বন্ধ থাকায় কোথাও মাছ রপ্তানি করা সম্ভব হচ্ছে না। বেকার হয়ে পড়েছে প্রায় ৫শতাধিক কর্মচারী ও শ্রমিক। নিয়মনীতির আন্দোলনই দেখতে চায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।