মিজান লিটন
যাত্রী পরিবহনের সরকারি নতুন জাহাজ ‘এমভি বাঙালী’ চাঁদপুর ঘাটে ভিড়ছে। বিআইডাব্লিউটিসি রকেট স্টিমার ঘাট ব্যবস্থাপক জহিরুল ইসলাম ও টিকেট কালেক্টর সোহেল জানান, গত ৬ নভেম্বর থেকে বাঙালী জাহাজটি ঢাকা থেকে যাত্রী নিয়ে চাঁদপুর স্টিমারঘাট ধরা শুরু করে। এ পর্যন্ত ৪ ট্রিপ দিয়েছে। সপ্তাহের বৃহস্পতিবার ঢাকা সদরঘাট থেকে সন্ধ্যা ৭টায় চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত পৌনে ১১টায় চাঁদপুর পৌঁছে। এখান থেকে নিয়ম অনুযায়ী যাত্রী উঠানামা করে বরিশাল রওনা হয়। বরিশাল থেকে ছেড়ে আসে প্রতি শনিবার চাঁদপুরের উদ্দেশ্যে রাত ১টা থেকে দেড়টার মধ্যে। চাঁদপুর ঘাটে যাত্রী উঠানামা করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। চাঁদপুর ঘাটের টিকেট কালেক্টর সোহেল আরো জানান, রকেট স্টিমার অস্ট্রিচ, মাসুদ, লেপচা, টার্ন ও এমভি সেলা আগের নিয়ম অনুযায়ী চাঁদপুর রূটে চলাচল করছে। ঢাকা থেকে চাঁদপুর আসার যাত্রী মোটামুটি ভালোই হচ্ছে বলে তিনি জানান। তিনি মনে করেন এ বিষয়ে জানাজানি হলে সামনে আরো যাত্রী বাড়বে।
এখানে উল্লেখ্য, বর্তমান সরকার পুরাতন স্টিমার সার্ভিসগুলোর পাশাপাশি এমভি বাঙালী নামক নতুন একটি জাহাজ যাত্রী পরিবহনের জন্য নামিয়েছেন। সেটি ঢাকা-বরিশাল রূটে এতোদিন চলাচল করলেও চাঁদপুর ঘাট ধরতো না। চাঁদপুরের সাংবাদিক মহল এবং সুধীজন এ ব্যাপারে আন্দোলন করে ও জোর দাবি জানায়। গত ৪ নভেম্বর চাঁদপুর লঞ্চ ও স্টিমার ঘাট উন্নয়ন বিষয়ক সভায় যোগ দিতে চাঁদপুর সফরে আসেন নৌ ও পরিবহন মন্ত্রী মোঃ শাহজাহান খান এমপি। তিনি এমভি বাঙালী চাঁদপুর ঘাট ধরার দাবির সাথে একমত পোষণ করে এমভি বাঙালী চাঁদপুর ঘাট ধরবে বলে সার্কিট হাউজে ঘোষণা দেন। তার ঘোষণার ১ দিন পর থেকেই এমভি বাঙালী ঢাকা-চাঁদপুর রূটে চলাচল শুরু করেছে।