অবিলম্বে ফারুকীর হত্যাকারীদের বিচারের আওতায় আনা হোক
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য ও বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল আই’-এর জনপ্রিয় ‘কাফেলা’ অনুষ্ঠানের উপস্থাপক শহীদ আল্লামা নূরুল ইসলাম ফারুকীর ৩য় শাহাদাতবার্ষিকী পালন করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখা। গতকাল ২৭ আগস্ট রোববার বিকেল ৫টায় শহরের শপথ চত্বরে এ উপলক্ষে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত চাঁদপুর জেলা শাখার সভাপতি ড. একেএম মাহবুবুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, শহীদ ফারুকী ছিলেন একজন বিশ্বমানের ইসলামিক স্কলার। যিনি সারা জীবন নবী (দঃ)-এর প্রেমের কথা বলেছেন। সাহাবায়ে কেরাম ও আউলিয়া কেরামের স্মৃতি বিজড়িত নানা ইতিহাস-ঐতিহ্য ও বাস্তব কাহিনী ধর্মপ্রাণ মুসলমানদের কাছে তুলে ধরতেন। ইসলামের সত্যিকার আদর্শ ও ঐতিহ্য তিনি সুন্দর করে মিডিয়ার মাধ্যমে তুলে ধরে মানুষের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। তাঁর এই নির্মম হত্যাকা- এ জাতির জন্যে সত্যিই দুর্ভাগ্যজনক। যারা এই ঘৃণ্য হত্যকা- ঘটিয়েছে তিনি তাদের অবিলম্বে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ফারুকী হত্যার তিন বছর অতিবাহিত হলেও আজও কেনো তাঁর খুনিদের শনাক্ত করা হয় নি?
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ইসলামী ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ নূরুল আলম মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবীর, বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি পীরজাদা খাজা মোঃ জোবায়ের।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল হান্নান নিজামী, ইসলামী ফ্রন্ট চাঁদপুর শহর শাখার সাধারণ সম্পাদক মাওঃ আব্দুর রউফ খান করিম, জেলা যুবসেনার সাংগঠনিক সম্পাদক মোঃ বজলুর রশিদ সোহেল, অর্থ সম্পাদক মাওঃ আব্দুল মুন্নাফ তালুকদার, হাজীগঞ্জ ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওঃ গাজী মুহাম্মদ আব্দুর রাহিম, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি মোঃ জহিরুল ইসলাম, বর্তমান সভাপতি মুঃ হেলাল উদ্দিন প্রমুখ।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে বায়তুল আমিন রেলওয়ে জামে মসজিদে মিলাদ-কি্বয়াম ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।