প্রতিনিধি
মতলব উত্তর উপজেলার সর্দারকান্দি গ্রামে শ্যালিকার বিয়েতে অবৈধ বিদ্যুৎ লাইন সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাভাই সাইফুল ইসলাম (৪০)-এর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১৩ মে বেলা আনুমানিক সাড়ে ১১টায় মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের উত্তর সর্দারকান্দি গ্রামে।
জানা যায়, শ্যালির বিয়ে অনুষ্ঠানের দিন বাড়ির এক ঘর থেকে অন্য ঘরে অবৈধভাবে বিদ্যুৎ লাইন সংযোগ দিতে গিয়ে সাইফুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষণিক সাইফুলের স্বজনরা মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। সাইফুলের পিতার নাম মরহুম জোবায়ের আলী। তিনি ২ সন্তানের জনক। এ ব্যাপারে মতলব দক্ষিণ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।