অভিজিত রায় ॥
শহরব্যাপী অবৈধ ব্যাটারি চালিত রিস্কার বিরুদ্ধে যৌথভাবে অভিযান করেছে পুলিশ বিভাগ ও চাঁদপুর পৌরসভা। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে ট্রাফিক বিভাগের ও পৌরসভার কর্মকর্তারা এ অভিযান কার্যক্রম পরিচালনা করেন।
প্রতিটি ব্যাটারি চালিত রিস্কাকে আটকিয়ে তাদের মটরটি খুলে রাখা হচ্ছে। মোটর জব্দ করে রিস্কা চালকদের একটি রশিদ হস্তান্তর করা হচ্ছে। এব্যাপারে অভিযান পরিচালনা কর্মকর্তা টিআই আব্দুর রহমান জানান, ব্যাটারি চালিত রিস্কার কারনে শহরে দুর্ঘটনা বেড়েছে। এতে অনেক পঙ্গু হচ্ছে। এসব কারনে পুলিশ সুপার ও পৌর মেয়রের নির্দেশে আমার এ অভিযান পরিচালনা করছি।
পৌরসভার লাইসেন্স পরিদর্শক মো. মোশারফ হোসেন বলেন, পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদের নির্দেশে আমরা এ অভিযান পরিচালনা করছি। কারন ব্যাটারি চালিত রিস্কার কোন অনুমোদন পৌর কর্তৃপক্ষ দেয়নি। তাই এটি অবৈধ যান। আমারা শুধু মটরটি খুলে রিস্কা ছেড়ে দিচ্ছি, কোন প্রচার জরিমানা রিস্কা চালকদের কাছ থেকে আদায় করা হচ্ছে না। শহরের যানজট বৃদ্ধি দুর্ঘটনা রোধে এ অভিযান চলেছে। শহরের সকল রিস্কা থেকে মোটর অপসারন না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।