নিজস্ব প্রতিনিধি ==
খাগড়াছড়ির রামছিনার অসহায় এক নারী তার অবুঝ শিশু পুত্র সন্তানকে বিক্রি করে দিয়েছে। ৩ মাস পর ঐ শিশুকে চাঁদপুর থেকে উদ্ধার করা হয়েছে। রুবি আক্তার (২৪)-এর ৩ বছর পূর্বে রাঙ্গামাটির তবলছড়ি দেওয়ানমাটি এলাকার ইয়াকুব আলীর সাথে বিয়ে হয়। কিছু দিন সুখে-শান্তিতে থাকলেও অবুঝ এই শিশু পুত্র সন্তানটি গর্ভে আসলে ৩ মাসের অন্তঃসত্ত্বা রেখে তার স্বামী ইয়াকুব আলী কোথায় যেন চলে যায়। এর পর এই পুত্র সন্তানটি পৃথিবীর আলো দেখতে পায়। এই শিশুটির নাম রাখা হয় নোমান। বর্তমানে তার বয়স ৯মাস।
এ শিশুপুত্র নোমানকে নিয়ে রুবি আক্তার বেকায়দায় পরে যায়। পরবর্তীতে শিশুটির মুখে আহার দিতে না পারায় পালিত হিসেবে অন্যের কাছে দেয়ার সিদ্ধান্ত নেয় রুবি। শিশু নোমানের ৬ মাস বয়সের সময় চট্টগ্রাম আগ্রাবাদ এলাকার মনির হোসেনের স্ত্রী শিরিন আক্তার নোমানকে লালন-পালনের জন্য নিয়ে যায়। তখন শিরিন আক্তার রুবিকে ৫ হাজার টাকা দেয়। একটি অলিখিত স্টাম্পে স্বাক্ষর নিয়ে রাখে শিরিন আক্তার। শিশুটিকে গত কয়েক দিন আগে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের দীঘির পাড় খান বাড়ির কালু খানের কাছে নিয়ে আসা হয়। তখন শিশুটি মা হিসেবে পরিচয় দেয় শিরিন আক্তার। শিশু নোমান ও শিরিন আক্তারের মধ্যে গড়মিল পাওয়ায় এলাকাবাসীর মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। গতকাল ২৩ নভেম্বর শনিবার মৈশাদী ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার বজলুল গণি (জিলান) মেম্বারকে বিষয়টি অবগত করলে তিনি সরজমিনে দেখার জন্য খান বাড়িতে যান। সেখানে বিষয়টি বুঝতে পেরে শিশু অপহরণকারী সন্দেহে চাঁদপুর মডেল থানা পুলিশকে খবর দেয়া হয়। চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক বিমল কর্মকারকে এ বিষয়ে সরজমিনে দেখার জন্য নির্দেশ দেয়া হয়। পরবর্তীতে উপ-পরিদর্শক বিমল কর্মকার শিশু নোমানের প্রকৃত জন্মদাত্রী রুবি আক্তার ও পালিত শিরিন আক্তার, তার স্বামী মনির হোসেন ও মৈশাদীর কালু খানকে শিশুসহ চাঁদপুর মডেল থানায় নিয়ে আসা হয়। অবুঝ শিশু নোমান পালিত শিরিন আক্তারের কাছে থাকা অবস্থায় যেভাবে কান্নাকাটি করছিল তার প্রকৃত মা রুবি আক্তারের কোলে তুলে দিলে মুহুর্তের মধ্যে শিশু নোমানের কান্না থেমে যায়। পরবর্তীতে শিশু নোমানকে তার প্রকৃত মায়ের কাছে চাঁদপুর মডেল থানার পুলিশ তুলে দেয়। আর এই মহান কাজটির উদ্যোক্তা ছিলেন, মৈশাদী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার বজলুল গণি জিলান।
শিরোনাম:
শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।