চাঁদপুর জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানকালে অভিনব কায়দায় গাঁজা বহনকালে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশ সুপার মোঃ আমির জাফরের নির্দেশে ও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালামের নেতৃত্বে ডিবির উপ-পরিদর্শক মামুন ও জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে বাবুরহাট চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে অভিযান চালায়।
এ সময় সকাল সাড়ে ৯টায় বোগদাদবাসে তল্লাশী চালিয়ে পটুয়াখালী জেলায় কলাপাড়ায় হাফরা ভাঙ্গা গ্রামের মৃত নজরুল মৃধার ছেলে বাবুল মৃধা (৪৫)-কে ২০ কেজি গাঁজাসহ আটক করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ সুপার মোঃ আমির জাফরের নির্দেশে ডিবি পুলিশ প্রতিদিন চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাস-সিএনজি ও অটোরিক্সা অভিযান পরিচালনা করে সম্প্রতি অনেক মাদক আটক করতে সক্ষম হয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল বাবুরহাট চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী বাবুল মৃধাকে আটক করা হয়। সে কুমিল্লা সীমান্ত এলাকা থেকে গাঁজা ক্রয় করে এনে চাঁদপুর হয়ে পটুয়াখালী জেলায় নিয়ে বিক্রির উদ্দেশ্যে বোগদাদ বাসে রওয়ানা দেয়। বাসটি বাবুরহাট যাত্রী ছাউনীর সামনে আসলে ডিবি পুলিশ তল্লাশী চালায়। এ সময় বাসের বক্সে লেপের ভিতর ও প্লাষ্টিকের কন্টেইনারের মধ্যে অভিনব কায়দায় গাঁজা ঢুকানো অবস্থায় ছিল। পরে তা জব্ধ করা হয় ও মাদক ব্যবসায়ী বাবুল মৃধাকে আটক করা হয়। সে এভাবেই এর পূর্বে বহুবার কুমিল্লা থেকে গাজা এনে অন্যত্র বিক্রি করেছে। আটককৃতদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
শিরোনাম:
বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।