নিউজ ডেস্ক: জেল হাজতে থাকা জনপ্রিয় কন্ঠ শিল্পী আরেফিন রুমির অভিযোগকারী স্ত্রীর আপত্তি না থাকায় তার জামিন মঞ্জুর করেছে আদালত। আজ রবিবার তার জামিন মঞ্জুর করা হয়।
উল্লেখ্য, স্ত্রী নির্যাতনের অভিযোগে আটক কণ্ঠশিল্পী আরেফিন রুমিকে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল শনিবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালতে হাজির করা হয়। আদালত বাদী ও আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে রুমির জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। একই আদেশে রুমির ভাই ইয়াসিন রনিকেও জেলহাজতে পাঠাতে বলা হয়েছে।
শুক্রবার প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যার করা নারী নির্যাতন মামলায় শনিবার ভোর রাতে মোহাম্মদপুরের কাঁটাসূরের বাসা থেকে রুমিকে গ্রেপ্তার করে পুলিশ।