এম.এইচ.মাহিন :
ভূবন জগতরে কতিপয় মানব কিছু না কিছু অমানবকি র্কমকান্ড করে থাকে । পশুর ন্যায় আচরণ সুলভ এরূপ একজন পাষাণ হৃদয়রে অধিকারী মানবের আচরণবধি চিত্রসহ নিম্নরূপ :
ধানমন্ডি ২৭, ইঋঈ হোটলের লেন ঘেষে নর্দমা পূর্ণ একটি ম্যানহোলের ঘুমানো ময়লা বৃষ্টির পানি জাগিয়ে তোলে । যার ফলে সৃষ্টি হয় পথচারীর চলার পথে বাঁধা ।যথাযথ সময় পেরিয়ে যাওয়ার পর সিটি র্কপোরশেন আর্বজনা নিধনের দায়িত্বভার কাঁধে নেন। তাও আবার সে দায়ত্বিটা দেওয়া হয় কিছু দুষ্ট লোকের হাতে।সিটি র্কপোরশেনরে মজুরভিুক্ত র্কমচারী সে আবার ভাড়া করে নিয়ে সে ছিন্নমূল শিশুদের । উপরোক্ত ভাষাহীন প্রতিক্রিতিটা দেখুন ।
সমাজের বিবেকবানদের কাছে প্রশ্ন ।কে রক্ষা করবে ছিন্নমুল শিশুদের ?