মতলব উত্তর (চাঁদপুর): যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যোগাযোগ ব্যবস্থার ওপর নির্ভর করে একটি দেশের উন্নয়ন কর্মকাণ্ড আবর্তিত হয়।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের জামালপুর বেড়িবাঁধের পাশের্^ ঢাকা-মতলব ধনাগোদা নদীর উপর সংযোগ সেতু নির্মাণের দাবীতে গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে চাঁদপুর-২ আসনের আলহাজ¦ এডভোকেট মো. নুরুল আমিন রুহুল এ কথা বলেন।
আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে কৃষিপণ্য, শিল্পের কাঁচামাল এবং শিল্পজাত পণ্যসামগ্রী সহজে ও স্বল্প ব্যয়ে স্থানান্তর করতে সুবিধা হয়। এর ফলে দেশের উৎপাদন বৃদ্ধি পায়, শিল্প ও ব্যবসার প্রসার ঘটে। এজন্য যোগাযোগ ব্যবস্থাকে অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার হিসেবে বিবেচনা করা হয়। এর সেতু এক্ষেত্রে অর্থনীতির ভিত্তি ও সোনালি সোপান হিসেবে কাজ করবে।
সাংসদ রুহুল আরো বলেন, গজারিয়া-মতলব সংসযোগ নির্মিত হলে ঢাকার সাথে চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, চট্টগ্রাম’সহ দক্ষিণাঞ্চলের সাথে সড়ক পথের দুরত্ব কমে আসবে। একদিকে সময় ও অর্থ দুটিই বাঁচবে। ইতিমধ্যে এ সেতুকে কেন্দ্র করে মতলবের মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ এন এম এনায়েত উল্লাহ, সেতু নির্মাণ প্রকল্প পরিচালক এবাদত আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, চাঁদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইউনুছ হোসেন বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশিষ দাশ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল।
এসময় বক্তব্য রাখেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আকতার, উপজেলা ভাইস মোতাহার হোসেন খান সুফল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, শহিদ উল্লাহ প্রধান, সিরাজুল ইসলাম লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক আইউব আলী গাজী, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য রাধেশ্যাম সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইউম চৌধুরী, সাদুল্লাপুর ইউনিয়ন চেয়ারম্যান লোকমান আহম্মেদ মুন্সী, জেলা যুবলীগের সদস্য গাজী সাখওয়াত হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহিরুল ইসলাম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব এডভোকেট আকতারুজ্জামান, শ্রমিকলীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, ছাত্রলীগের সাবেক আহবায়ক এডভোকেট মহসিন মিয়া মানিক, সাদুল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ সরকার।
চাঁদপুরনিউজ/এমএমএ/