নিজস্ব প্রতিবেদক ॥চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মৃধা বাড়ি এলাকায় মেঘনার ভাঙ্গন রোধ প্রকল্পের কাজ অর্থ সংকটে বন্ধ হয়ে আছে। ২০১২-২০১৩ অর্থ বছরে এ কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও সম্পন্ন হয়নি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই এলাকার প্রায় কয়েকশ মিটার জুড়ে সংরক্ষণ বাঁধের কাজ এলোমেলো হয়ে আছে। অনেক স্থানে ব্লক নিচের দিকে দেবে গেছে। গত বছর বর্ষার শেষ মৌসুমেও অনেক ব্লক পানিতে তলিয়ে গেছে। ঠিকাদারী প্রতিষ্ঠান ওই সময় তাৎক্ষনিক কিছু বালু ভর্তি জিও টেক্সটাইল ব্যাগ ফেললেও এখন শুস্ক মৌসুমেও কাজের আর কোন অগ্রগতি নেই।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, সরকার চাঁদপুর শহরের পুরাণ বাজার সংলগ্ন ইব্রাহীমপুর ও সাখুয়া এলাকার মেঘনা নদীর ভাঙ্গন হতে “চাঁদপুর সেচ প্রকল্প (সিআইপি) সংরক্ষণ প্রকল্প” নামে ৪হাজার ৪শ’ মিটার কাজের বরাদ্ধ প্রদান করে। যার ডিপিটি’র মূল ব্যয় ধরা হয় ৫৬ কোটি ৭৬লাখ ২৬ হাজার টাকা। ২০১২-২০১৩ অর্থ বছরে এ কাজ সম্পন্ন হওয়ার কথা। এ বিষয়ে জেলা পানি উন্নয়ন বোর্ড থেকে নির্বাহী প্রকৌশলী জীবন কৃষ্ণ ২০১৩ সালের ১৪ জুলাই ঢাকা পানি উন্নয়ন বোর্ড এবং মন্ত্রণালয়ে প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করেন। সে মতে কাজ শুরু হলেও ঠিকাদারী প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে পারেনি।
ঠিকাদারী প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সূত্র জানায়, বরাদ্দের প্রয়োজনীয় অর্থ না আসায় কাজ শেষ করা সম্ভব হচ্ছে না। আগামী জুন মাস নাগাদ কাজ শেষ হওয়ার সম্ভবনা রয়েছে। এলাকার বাসিন্দারা জানান, নির্দিষ্ট সময় সংরক্ষণ বাঁধের কাজ শেষ না হলে আগামী বর্ষা মৌসুমে আবার ভয়াবহ ভাঙ্গন দেখা দিতে পারে। তারা আশা প্রকাশ করছেন, সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিলে এলাকাবাসী মেঘনার ভাঙ্গন থেকে রক্ষা পাবে।
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।