প্রতিনিধি শাহরাস্তির রায়শ্রী উত্তর ইউনিয়নে দিন ব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠকে মিলিত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদের প্যানেল স্পীকার-১ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। ৬ মার্চ মঙ্গলবার সকাল ৯টা থেকে দিন ব্যাপী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ও রায়শ্রী উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সার্বিক সহযোগীতায় এ গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকের অংশ হিসেবে উনকিলা গ্রাম, রায়শ্রী গ্রাম, চন্ডীপুর গ্রাম ও উল্লাশ্বর গ্রামের ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোশারফ হোসেন মুশুর বাড়ীতে গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন। এ ছাড়াও তিনি রায়শ্রী শেখ শাহজাহান আদর্শ বিদ্যালয় পরিদর্শণ ও ইউপি সদর থেকে দাদিয়াপাড়া সংযোগ সড়কের শুভ উদ্ভোধন করেন।
রায়শ্রী উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোশারফ হোসেন মুশুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা সবসময় জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে চলেছি। বিগত সরকারগুলো দেশ ও মানুষের প্রতি একটু সু-নজর দিয়ে কাজ করলে দেশ অনেক আগেই আরো উন্নত হত। অর্ধেক জনগোষ্ঠী মহিলা তাদেরকে সাবলম্বী ও সকল উন্নয়নের ক্ষেত্রে সম্পৃক্ত করতে হবে। জননেত্রী শেখ হাসিনা নারীদের ভাগ্য উন্নয়নে বিভিন্ন কর্মসূচী গ্রহন ও তা বাস্তবায়ন করছেন। সরকার শিক্ষা ক্ষেত্রে উপমহাদেশে বাংলাদেশ আজ রোল মডেল। বিভিন্ন দেশ আজ তা অনুস্মরণ ও অনুকরণ করছে। রাস্তা-ঘাট, পুল-কালভার্ট, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও মানুষের আত্মসামাজিক উন্নয়ণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে তিনি বক্তব্য রাখেন। তিনি আরো বলেন বেকার জীবন অভিশপ্ত জীবন, বেকারদের ভাগ্য উন্নয়ন ও ঘরে ঘরে চাকুরীর জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহন ও বাস্তবায়ন করে চলেছেন। অচিরে তা সমাধান হবে। আগামীদিন অনেক নতুন লোকের ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে। আমাদের মূল লক্ষ্য জনগণের আশাআকাংখার প্রতিফলন ঘটানো। জঙ্গীবাদ ও জামায়েত ইসলামী মওদুদীর ইসলামের নামে জনগণ ও নারীদের বিভ্রান্ত করছে। কোন সম্প্রদায়িক শক্তি বিনষ্টের জন্য প্রয়োজনে আরেকটি মুক্তিযুদ্ধ করবো। চলতি বৎসরের নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেজন্য আপনাদের প্রস্তুত থাকবে হবে। একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী ও বেগবান করবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফরিদ উল্যাহ চৌধুরী, শাহরাস্তি পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের আহবায়ক হাজী আবদুল লতিফ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক খোকন সরকার, সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোঃ মোস্তফা কামাল, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মিজান, মেহার উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ মনির হোসেন, রায়শ্রী উত্তর ইউপি আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা, মাসুদ আলম পাটোয়ারী, শেখ মীর হোসেন, টামটা উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি সহ উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, ইউনিয়নের সকল ইউপি সদস্য ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।