এম. সাখাওয়াত হোসেন মিথুনঃ
মাত্র মাস পাঁচেক হলো এই নির্বাহী কর্মকর্তা এখানে যোগদান করছেন। তিনি আশার পর থেকেই নিজেকে উদাস মনোভাব নিয়ে একাধিকবার আচরণ ভঙ্গির প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। হাজীগঞ্জ উপজেলায় যোগদানের পর থেকে তিনি বিভিন্ন অনুষ্ঠান, সভা, সেমিনারে, শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানান বেহুশ কূরুচিপূর্ণ অশ্লিল কথাবার্তা বলে আসছেন।
‘উকিল আর বেশ্যা একই’-নির্বোধ, অজ্ঞ আর বেহানুষের মতোই গত ২৯ জুলাই হাজীগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভায় বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন। ওই কলেজের পরিচালনা পর্ষদের বিদ্যুৎশাহী সদস্য জাকির হোসেন মিয়া নিশ্চিত করে বলেন, এই নির্বাহী কর্মকর্তা সভার সভাপতিত্ব করতে গিয়ে উক্তিটি করেন। আমরা সকলে লজ্জিত হলাম। কিন্তু তিনি একজন নিবার্হী কর্মকর্তা, এমন আচরণ করলেন যা অবশ্যই বেমানান।
চলতি বছরের গত ২৮ জুন হাজীগঞ্জ মডেল কলেজে একাদশ শ্রেণীর ক্লাশ উদ্বোধনী অনুষ্ঠানে একটি হাদিস পাঠ করেন। পরে হাদিসটির বাংলায় ব্যাখ্যা করলেন নিজেই। শিক্ষার্থীদের উদ্দেশ্য বললেন, ‘আপনারা আপনাদের যৌনাঙ্গ হেফাজত করবেন।’ বিষয়টি কলেজের একাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা নিশ্চিত করেছেন।
পরদিন ২৯ জুন স্কাউটের উপজেলা ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে বলেন,’দেশ বেবিচারে ভরে গেছে। বিভিন্ন পার্কে দিনের বেলায় দুজন দেখবেন, সন্ধ্যা হলে ১ জন’।
গত ২৯ জুলাই পাইলট স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির এক সভায় বলেন, ‘সবজিনিসের নিয়ম আছে, সহবাসেরও নিয়ম আছে’।
২৮ জুলাই উপজেলা ই-সেন্টারে কোচিং বাণিজ্য বন্ধের সভায় বলেন,’সরকারী নীতিমালায় স্ত্রী লিঙ্গ, অনেক ফাঁক আছে।’
২৪ অক্টোবর হাজীগঞ্জ মডেল কলেজে ছাত্রীদের উদ্দেশ্য বললেন,’এখন কার মেয়েরা বেশী আধুনিক যার কারণে, এখন মেয়েরা বুকের দুধ বাচ্চাদের খাওয়ায় না।’
সর্বশেষ তিনি গত ৮ নভেম্ববর উপজেলার ৭ নং বড়কুল ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন মুন্সী নির্বাহী কর্মকর্তার নিকট ফোন করে বলেন, ‘স্যার, আমার এলাকার বখাটে এক প্রতিবেশী প্রবাসীর স্ত্রীকে কামড় দিয়েছে। প্রতি উত্তর মোহাম্মদ এমরান হোসেন বলেন, কামড়টি উপরে দিয়েছে নাকি নিচে দিয়েছে। উভয়কে আমার কাছে নিয়ে আসো, তারপর দেখবো কোথায় কামড় দিয়েছে।’
ওইসব অশ্লীল আচরণে ক্ষুব্দ হয়ে পড়ছে হাজীগঞ্জ উপজেলা বাসী। এর আগে যারা এ উপজেলায় এসছেন সবার আচরণ আর চাল-চলন কতটা মাজর্নীয় ছিল তা উপজেলাবাসী পরিস্কার। কিন্তু এমন কর্মকর্তা হাজীগঞ্জে আর না আসুক এটাই সবার প্রত্যাশা।
শিরোনাম:
শনিবার , ২৫ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।