অভিজিত রায় ॥
শিক্ষকের ঋণ কোন শিক্ষার্থীই শোক করতে পারেন না। তবে শিক্ষাগুরুর অসুস্থতায় তার প্রিয়ছাত্ররা পাশে দাঁড়ালে শিক্ষকের মন ভরে যায়। সে লক্ষেই চাঁদপুর সদরের বিষ্ণুপুর ইউনিয়নের আমিরাবাদ উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক (অবঃ) সিরাজুল ইসলামের অসুস্থার খবরে পাশে দাঁড়িয়েছে তার প্রিয় কিছু শিক্ষার্থী। যারা আজ সমাজে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হারুন আল রশিদের নেতৃত্বে তাজুল ইসলাম, কামাল হোসেন, আবুল কাশেম অসুস্থ শিক্ষকের সহযোগিতায় তার হাতে নগদ অর্থ ও কিছু উপহার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান সহকারী প্রধান শিক্ষক আলাউদ্দিন ব্যাপারী, হেড মাওলানা সাইফুল ইসলাম, ফারুক আহমেদ, বিলকিস জাহান ফিরোজা আক্তার মুন্নি, আব্দুল্লা আল হাসিব প্রমূখ। প্রিয় ছাত্রদের উপস্থিততি অসুস্থ শিক্ষকে আবেগ আপ্লুত করে। তিনি তার ছাত্রদের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন মহান সৃর্ষ্টিকর্তার কাছে।