স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের বকুলতলা ও চৌদ্দ কোয়ার্টার এলাকার ত্রাস ডিবি পুলিশ পরিচয়দানকারী শরীফকে অস্ত্র আইন ও অপহরণ মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় শরীফকে বন্ধুমহল ক্লাব থেকে পুলিশ দেশীয় অস্ত্র উদ্ধার করে। ওই দিনই তার বিরুদ্ধে কুলিবাগান এলাকার মনির বাদী হয়ে অপহরণ মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গতকাল তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। শরীফের বিরুদ্ধে মডেল থানায় এর আগে ৬টি মামলা ছিলো। স্থানীয়রা জানান, শরীফ দীর্ঘদিন ধরে সিএনজি স্কুটার চুরিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তার ভয়ের কারণে পালবাজার এলাকার ব্যবসায়ীরা আতঙ্কে থাকতো। ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসীদের জায়গা দখল করে সে বন্ধুমহল ক্লাব তৈরি করে। সে ক্লাবটিতে জুয়া খেলাসহ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র-শস্ত্র রাখতো। এটাকে সে টর্চারশেল হিসেবে ব্যবহার করতো।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।