নিজস্ব প্রতিনিধি-
চাঁদপুরের বিতর্কিত অ্যাডঃ আনোয়ার গাজীর জামিন নামঞ্জুর হওয়ায় আবারো তিনি জেল হাজতে গেছেন। গতকাল রোববার ২৭ অক্টোবর চাঁদপুরের বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অসীম কুমার দে’র আদালতে তিনি হাজির হয়ে জামিন প্রার্থনা করলে তার জামিন নামঞ্জুর হয়। অবশ্য তার পক্ষে তার ঘনিষ্ঠ ক’জন অ্যাডভোকেট জামিন চান। অতঃপর গতকাল বিকেলেই তাকে চাঁদপুর জেলা কারাগারে পাঠিয়ে দেয়া হয়। এ নিয়ে তিনি ৫টি মামলার ঘটনায় এ পর্যন্ত ৬ বার জেল হাজতে যান তিনি।
অ্যাডঃ আনোয়ার গাজীর বিরুদ্ধে এই একই আদালতের বিজ্ঞ বিচারকের সাথে চরম দুর্ব্যবহার করার সুনির্দিষ্ট অভিযোগে আদালতের কর্মচারী কর্তৃক দায়েরকৃত মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলে আনোয়ার গাজী চাঁদপুর থেকে গা ঢাকা দিয়ে ঢাকায় পালিয়ে যান। তিনি গত ২৬ সেপ্টেম্বর ২০১৩ খ্রিঃ তারিখে মহামান্য হাইকোর্টে জামিন প্রার্থনা করলে এক মাসের অন্তর্বর্তীকালীন অর্থাৎ অস্থায়ী জামিন লাভ করেন। গত ২৬ অক্টোবর ছিল উক্ত জামিনের মেয়াদের শেষ দিন এবং এদিন সরকারি বন্ধ হওয়ার কারণে গতকাল ২৭ অক্টোবর তিনি আদালতে হাজির হন।