শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর আয়কর আইনজীবী সমিতির ২০১৫-২০১৬ সালে কার্যকরি কমিটির নির্বাচনে বিণা প্রতিদ্বন্ধিতায় অ্যাড মোঃ আব্দুল কুদ্দুস সভাপতি নির্বাচিত হওয়ায় চৌধুরীঘাট ব্যাবসায়ী সমিতির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সোমবার দুপুর ১২ টায় শহরের চৌধুরীঘাট জাকির লস্করের গদীঘরে ফুলেল শুভেচ্ছা দেওয়ার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চৌধুরীঘাট ব্যাবসায়ী সমিতির সভাপতি জাকির লস্করের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রাণার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন আয়কর আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি অ্যাড মোঃ আব্দুল কুদ্দুস। এছাড়াও বক্তব্য রাখেন চৌধুরীঘাট ব্যাবসায়ী সমিতির সাধারন সম্পাদক হারুন হাওলাদার, হাজী শহীদ খান। এসময় বক্তরা বলেন, চৌধুরীঘাটের সকল ব্যাবসায়ীদের সুখে দুঃখে সঙ্গি সাথি হিসেবে অদ্য পর্যন্ত অ্যাড মোঃ আব্দুল কুদ্দুস আন্তরিকতার মাধ্যমে কাজ করেছে। যে কোন সমস্যা হলেই তিনি ঝাপিয়ে পরেছেন। এ ব্যাবসায়ি সমিতি প্রতিষ্ঠা হওয়ার পুর্ব থেকে তিনি চৌধুরী ঘাট এলাকায় অবস্থান করে ব্যাবসায়িদের খোজ খবর নিতেন। তিনি চাঁদপুর আয়কর আইনজীবী সমিতির ২০১৫-২০১৬ সালে কার্যকরি কমিটির নির্বাচনে বিণা প্রতিদ্বন্ধিতায় সভাপতি পদে নির্বাচিত হওয়ায় আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন রইলো। আমরা চাই তিনি অতিতের ন্যায় আগামীর দিনগুলোতেও তিনি আয়কর আইনজীবী সমিতির কাজকে আরো গতীশীল করবে। এবং এর পাশাপাশি চৌধুরীঘাটের সকল ব্যাবসায়ীদের যে কোন সমস্যায় এগিয়ে আসবেন। এ সময় উপস্তিথ ছিলেন সমিতির নেতা শহীদ খান, ইউনুছ খান, আলমগীর খান, কাঞ্চন রাজিব, সেলিম হাওলাদার, শাহিন চৌধুরী, রহিম বেপারী, আলম খান, আলিম বেপারী, কালূ শিকদার, জাকির প্রধানিয়া, রাব্বানী, মানিক ঢালী, বাদশা মিয়া, শাখাওয়াত মুনশি, ফারুক প্রমুখ।