প্রতিদ্বন্দ্বী অ্যাপলকে টপকে এখন শীর্ষ ব্র্যান্ড গুগল। বাজার-গবেষণা প্রতিষ্ঠান মিলওয়ার্ড ব্রাউনের তথ্য অনুযায়ী, ব্র্যান্ড মূল্যের হিসেবে অ্যাপলকে টপকে গেছে গুগল। আজ বুধবার এ তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। খবর এএফপির।
এ বছরের সেরা ১০০ ব্র্যান্ডের একটি তালিকা প্রকাশ করেছে মিলওয়ার্ড ব্রাউন। প্রতিষ্ঠানটির দাবি, এ বছর ‘গুগল গ্লাসের’ মতো পণ্য বাজারে এনে অন্যতম উদ্ভাবনী প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দিয়েছে গুগল। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বিনিয়োগসহ বিভিন্ন যৌথ উদ্যোগ গ্রহণ করেছে গুগল। যুক্তরাষ্ট্রের বাজারে ইন্টারনেট সুবিধার চশমা হিসেবে গুগল গ্লাস বিক্রির জন্য বেশ কয়েকটি ব্র্যান্ডের সঙ্গে গুগলের চুক্তিও হয়েছে।
মিলওয়ার্ড ব্রাউন ফ্রান্সের প্রধান বেনোইট ট্রানজার জানান, গুগলের সাম্প্রতিক উদ্যোগগুলো গ্রাহকের কাছে গুগলের ব্র্যান্ডকে ইতিবাচকভাবে তুলে ধরেছে।
গত তিন বছর শীর্ষ ব্র্যান্ড হিসেবে অ্যাপল জায়গা ধরে রাখলেও এ বছর ২০ শতাংশ ব্র্যান্ড-মূল্য কমেছে প্রতিষ্ঠানটির।
বিশ্বের সেরা ১০০ ব্র্যান্ডের মধ্যে প্রথমসারির ১০টি ব্র্যান্ডই যুক্তরাষ্ট্রভিত্তিক। সেরা ব্র্যান্ডের তালিকায় তৃতীয় স্থান দখল করেছে আইবিএম ও চতুর্থ স্থানে রয়েছে মাইক্রোসফট। ফুড চেইন ম্যাকডোনাল্ডস ও কোকাকোলা পঞ্চম ও ষষ্ঠ স্থানে।
ব্র্যান্ড-মূল্য নির্ধারণে প্রতিষ্ঠানের অর্থনৈতিক সামর্থ্য ও গতিশীলতা ও গ্রাহকদের মধ্যে এর গ্রহণযোগ্যতার বিষয়টি বিবেচনা করেছে মিলওয়ার্ড ব্রাউন।