শাখাওয়াত হোসেন শামীম, হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
চাঁদপুরের হাজীগঞ্জে এক আওয়ামীলীগ নেতাকে মারধর করে আহত করার কারণে বিএনপি জামায়াতের ৬৯ নেতাকর্মীর বিরম্নদ্ধে হাজীগঞ্জ থানায় দ্রম্নত বিচার আইনে মামলা করা হয়েছে। হাজীগঞ্জ থানা পুলিশ মোঃ জাকির হোসেন ও মোঃ শরিফ নামে ২ জনকে গ্রেপ্তার করেছে।
এর আগে বৃহস্পতিবার উপজেলা বড়কুল (পূর্ব) ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বড়কুল গ্রামের বাসিন্দা মোঃ কবির হোসেন মিয়াজীকে মারধর করার অভিযোগে ইউপি চেয়ারম্যান ও জামায়াত ইসলামের সুরা সদস্য মাওঃ আবু জাফর, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ হুমায়ূনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৬৯ নেতাকর্মীকে আসামী করে দ্রম্নত বিচার আইনে হাজীগঞ্জ থানায় মামলা করেন। মামলায় ৫৪ জনকে এজহার নামীয় ও ১৫ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
থানায় দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে কাবিখার একটি রাস্ত্মার প্রকল্প নিয়ে ইউপি কার্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কবির হোসেনের সাথে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ হুমায়নের বাকবিতন্ড হয়। পরে এ ঘটনা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পÿের ১০জন নেতাকর্মী আহত হন। মোঃ কবির হোসেন উপজেলা স্বাস্থ্য কমপেস্নঙ্ েচিকিৎসাধীন রয়েছেন।
মামলার তদন্ত্ম কর্মকর্তা ও হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন চৌধুরী জানান, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এজাহারনামীয় ১জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারের স্বার্থে তিনি আসামীদের নাম বলতে রাজি হননি।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের কাছে বিএনপি জামায়াত নেতাকর্মীদের বিরম্নদ্ধে মামলা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আসামীদের মধ্যে কে কোন দলের লোক এটা বলতে পারবো না। কারণ মামলার এজাহারে শুধু আসামীদের নাম ঠিকানা দেওয়া আছে। পদবী উলেস্নখ নেই।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য গতকাল ইউপি চেয়ারম্যান মাওঃ আবু জাফরের মোবাইল ফোনে ফোন করা হলে তার মোবাইল খানা বন্ধ পাওয়া যায়। তবে ঘটনার দিন তিনি এ প্রতিবেদককে বলেছিলেন সংঘর্ষের সময় তিনি চাঁদপুরে ছিলেন এবং স্বাস্থ্য কমপেস্নঙ্ েচিকিৎসাধীন আওয়ামীলীগ নেতা কবির হোসেনকে তিনি দেখতে গিয়েছিলেন।
শিরোনাম:
শুক্রবার , ৪ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।