শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর সদর উপজেলার শহামাহমুদপুর ইউনিয়নের শাহাতলীর আওয়ামীলীগ নেতা বিল্লাল হোসেনের উপর হামলার ঘটনায় এক শিবির কর্মিকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা ৬ টায় মডেল থানার উপরিদর্শক প্রদিপ কুমার সঙ্গিয় ফোর্স নিয়ে ঘোষের হাট বাজার থেকে শিবির কর্মী সাইফুল ইসলামকে আটক করে। গতকাল সোমবার আটককৃত শিবির কর্মী সাইফুলকে পুলিশ আদালতে প্রেরন করে। আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করে। জানাযায়, গত ১০ ফেব্রƒয়ারী দুপুরে পুর্ব শত্রুতার জের ধরে আওয়ামীলীগ নেতা ও ইউপি মেম্বার বিল্লাল হোসেনকে রাস্তায় একা পেয়ে হামলা চালিয়ে আহত করে। আহত অবস্থায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। এ ঘটনায় বিল্লাল হোসেন বাদিহয়ে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করে। গতকাল রোববার বিকালে প্রতিপক্ষ সাইফুল ইসলাম ক্ষিপ্ত হয়ে বিল্লাল হোসেনকে মারার জন্য আসে। এ সময় স্থানিয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃতকে ছাড়িয়ে নেওয়ার জন্য দালাল চক্ররা তদবির করতে ব্যাস্ত থাকতে দেখা যায়।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।