অভিজিত রায় ॥
গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগে, শ্রমীক লীগ, মহিলা আওয়ামীলগের সমন্বয়ে বর্ণাঢ্য র্যালি বের হয়। সোমবার দুপুর সাড়ে ৩টায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে মিছিল শেষ হয়। মিছিল পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগ সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি বলেন, আওয়ামীলীগ ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। কোন ষরযন্ত্র করে লাভ হবে না। আজকে গণতন্ত্রকে বিএনপি জামাত জোট হত্যা করে দেশে নৈরাজ্য সৃর্ষ্টি করছে। আমাদের কে সকল ষরযন্ত্র মোকাবেলা করে জনগণ নন্দিত নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, কেন্দ্রীয় আওয়ামলীগ সদস্য সুজিত রায় নন্দী, সহ-সভাপতি ওচমান গণি পাটওয়ারী, যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, পৌর আওয়ামীলীগ সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, সদস্য অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা মহিলা লীগ সদস্য সচিব অধ্যাপিকা মাসুদা নুর, জেলা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবুর, জেলা যুবমহিলা লীগ সভাপতি ফরিদা ইলিয়াছ, জেলা শ্রমীক লীগ সভাপদি নুরুল ইসলাম মিয়াজী, জেলা স্বেচ্ছ সেবক লীগ আহবায়ত এস এম জয়নাল আবেদীন, জেলা ছাত্রলীগে সভাপতি শেখ আব্দুল মোতালেব ও সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান তৃপ্তি।