চাঁদপুর:
দশম জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, চাঁদপুরের পাঁচটি আসনে আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী অনেকেই নির্বাচনে অংশ নিতে গণসংযোগসহ প্রচারমুখী বিভিন্ন কর্মকাণ্ড বাড়িয়ে দিয়েছেন। মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে জেলায় হেভিওয়েট প্রার্থী রয়েছেন একাধিক। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী তালিকায় রয়েছেন বর্তমান দুই মন্ত্রী। পাশাপাশি তৃণমূল থেকে উঠে আসা নেতারাও রয়েছেন। তবে তাদের সংখ্যা একেবারেই কম।
এখানে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা সরকারবিরোধী তথা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতেই ব্যস্ত। এরই মধ্যে ভেতরে এবং প্রকাশ্যে গণসংযোগ করে যাচ্ছেন। এ ছাড়া আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা এলাকায় গণসংযোগ করে ভোট প্রার্থনা করছেন। বিশেষ করে জেলার পাঁচটি আসনের চারটিতে জয়ী আওয়ামী লীগের এমপিরা প্রকাশ্যেই ভোট প্রার্থনা করছেন। বিএনপির এক সংসদ সদস্যও ভোট চাওয়ার দিক থেকে পিছিয়ে নেই। তবে জামায়াতের প্রার্থিতা এবং নির্বাচন নিয়ে প্রচার লক্ষ্য করা যাচ্ছে না।
কচুয়া উপজেলা নিয়ে চাঁদপুর-১ আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। তিনি ছাড়া আওয়ামী লীগের অন্য কোনো প্রার্থীর গণসংযোগ নেই। এ দলের অন্য সম্ভাব্য প্রার্থীরও দেখা মিলছে না।
এদিকে, ড. আলমগীরের প্রতিদ্বন্দ্বী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি ছাড়া এ আসনে বিএনপির তেমন কোনো শক্ত প্রার্থী নেই। মামলার হাজিরা দিতে এসে সরকারবিরোধী বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচনায় থাকেন মিলন। তবে এলাকায় প্রকাশ্যে তেমন কোনো নির্বাচনী প্রচারণা নেই। এ ছাড়া এ আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী রয়েছেন স্পেন বিএনপির সভাপতি শিল্পপতি খোরশেদ আলম।
এ ছাড়া চাঁদপুর-১ আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি ডা. শহীদুল ইসলাম মনোনয়ন চাইবেন।
মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা নিয়ে চাঁদপুর-২ আসন। এখানে বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকায় নাম শোনা যাচ্ছে তিনজনের। তারা হলেন সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. নূরুল হুদা, কার্যনির্বাহী সদস্য ড. জালাল উদ্দিন ও সাবেক মহানগর ছাত্রদলের সহসভাপতি ব্যারিস্টার ওবায়েদুর রহমান টিটু। এখানে জাপার সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন মিয়া এবং গত বছর জাপায় যোগদানকারী মেজর (অব.) হামিদুর রহমান চৌধুরী। এখানে আওয়ামী লীগের সম্ভাব্য তালিকায় রয়েছেন বর্তমান এমপি এয়ার ভাইস মার্শাল (অব.) রফিকুল ইসলাম। আরও আছেন সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক নূরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি আলহাজ মাইনুল হোসেন খান নিখিল, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এ এফ এম মেজবাহউদ্দিন খান।
চাঁদপুর সদর ও হাইমচর নিয়ে চাঁদপুর-৩ আসন। এ আসনে বর্তমান এমপি পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। সম্ভাব্য প্রার্থীর তালিকায় প্রথম সারিতে তিনি। এ ছাড়া রয়েছেন গতবারের মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।
এ আসনে বিএনপির প্রার্থী তালিকায় রয়েছেন গতবারের এমপি প্রার্থী জি এম ফজলুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরি এবং চাঁদপুর জেলা মহিলা দলের সভাপতি ও সংরক্ষিত আসনের এমপি রাশেদা বেগম হীরা, স্বেচ্ছাসেবক দলের নেতা মাহবুবুর রহমান শাহীন ও সাবেক পৌর চেয়ারম্যান বিএনপি নেতা শফিকুর রহমান ভূঁইয়া। এ ছাড়া সাবেক এমপি ফ্লাইট লে. (অব.) এস এ সুলতান টিটু, প্রফেসর এম আবদুল্লাহর কথাও শোনা যাচ্ছে।
এখানে জাপার প্রার্থী কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এস এম আলম। তার পক্ষে গণসংযোগ শুরু না হলেও কয়েক মাস আগে কেন্দ্র থেকেই তাকে এ আসনের প্রার্থী হিসেবে দেখানো হয়েছে।
ফরিদগঞ্জ উপজেলা নিয়ে চাঁদপুর-৪ আসন। এখানে আওয়ামী লীগের সম্ভাব্য তালিকায় রয়েছেন গতবারের প্রার্থী সাংবাদিক শফিকুর রহমান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।
বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হলেন বর্তমান এমপি লায়ন হারুনুর রশিদ, শিল্পপতি এম এ হান্নান, বিএনপি নেতা মোতাহার হোসেন পাটোয়ারী, সাবেক ছাত্রনেতা শরীফ মো. ইউনুছ ও মানবাধিকার ব্যক্তিত্ব শাহজাহান মিয়া। এ ছাড়া জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মোতাহার হোসেন পাটওয়ারী মনোনয়ন চাইতে পারেন।
হাজীগঞ্জ-শাহরাস্তি নিয়ে চাঁদপুর-৫ আসন। এখানে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন বর্তমান এমপি মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর নূরজাহান বেগম মুক্তা, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক এ কে এম ফজলুল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন জাহান শেফালী। এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন উপজেলা সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্সি, কেন্দ্রীয় কমিটির সদস্য খোরশেদ আলম আর ইসলামিক ফ্রন্টের বাংলাদেশ চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ।
বিএনপির প্রার্থী তালিকায় রয়েছেন সাবেক এমপি এম এ মতিন, গতবারের প্রার্থী জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ হালিম টিটু, তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জাহাঙ্গীর আলম রিন্টু ।
শিরোনাম:
শুক্রবার , ১৮ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।