প্রতিনিধি
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী এবারের উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে চতুর্থ দফা নির্বাচন। এবারের উপজেলা পরিষদ নির্বাচন ৪ দফায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। যদিও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন সরাসরি গ্রহণযোগ্য নয়, তারপরও দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের সমর্থন পেতে নেতাদের দ্বারে দ্বারে ঘুরছেন। এক্ষেত্রে আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা দল গোছানোর নামে কৌশলে নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াচ্ছেন।
এদিকে সরকার দলীয় প্রার্থীরা গ্রামগঞ্জে তাদের সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে তা তুলে ধরছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ঐক্যমতের যে সরকার রয়েছে এই সরকারের শাসনামলে উপজেলা পরিষদ নির্বাচনে সরকার দলীয় প্রার্থীদের জয়ী করলে উন্নয়নের গতি বাড়বে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এটা বুঝাচ্ছেন। অপরদিকে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিগত সরকার শাসনামলে অর্থাৎ চার দলীয় জোট সরকার আমলের উন্নয়নের কথা স্মরণ করিয়ে ভোট প্রার্থনা করছেন। এক কথায় উভয় রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা মাঠে এখন নিজেদেরকে জনপ্রিয় করে তুলতে ব্যস্ত রয়েছেন।
তবে তফসিল ঘোষণা পূর্ব থেকেই আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা কৌশলে দল গোছানোর নাম করে মাঠ চষে বেড়াচ্ছেন। এদিকে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর ব্যাপারে সভা, সমাবেশ, মতবিনিময়, পরিচিতি সভা, ইত্যাদির নামে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। একইভাবে ওয়াজ মাহ্ফিল বিভিন্ন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সামাজিক সংগঠনের ব্যানারে অনুষ্ঠান আয়োজন, জুমার নামাজের নামে বিভিন্ন এলাকায় গিয়ে মুসল্লিদের সাথে কুশলাদী বিনিময়ে অংশগ্রহণ কোনো কিছুতেই তাদের অনুপস্থিতি নেই।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন-গত উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ইউসুফ গাজী। এছাড়া নতুনভাবে চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়েছেন অ্যাড. জহিরুল ইসলাম ও আহসান উল্লা আখন্দ, ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম খান। ভাইস চেয়ারম্যান পদে চাঁদপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আশ্বাদ মিয়াজী, মহিলা ভাইস চেয়ারম্যান পদে গতবারের বিজিত প্রার্থী যিনি পরাজয়কে মেনে নিয়ে সেই থেকে আজো মাঠে রয়েছেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিপ্রা দাস।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন গত উপজেলা নির্বাচনে বিজিত চেয়ারম্যান প্রার্থী চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোঃ শফিকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ও জেলা বিএনপির সহ-সভাপতি আঃ হামিদ মাস্টার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আফজাল হোসেন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী জুয়েল। ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন গত উপজেলা নির্বাচনে বিজিত প্রার্থী ও চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান গাজী, জেলা ছাত্রদলের সভাপতি ও চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মানিকুর রহমান মানিক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে এককভাবে এখন পর্যন্ত বর্তমান ভাইস চেয়ারম্যান অ্যাড. মুনিরা চৌধুরী রয়েছেন।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির পক্ষ থেকে পূর্ণাঙ্গ প্যানেল দেয়ার অবস্থা থাকলেও বর্তমান নেতৃত্বের অভাবে প্রার্থী সঙ্কটে রয়েছে জেলা জাতীয় পার্টি। তারপরও স্বর্ণপদকপ্রাপ্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আঃ মান্নান চেয়ারম্যান পদে ও গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ভাইস চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃ শওকত আখন্দ আলমগীর একই পদে প্রার্থী হওয়ার গুঞ্জন রয়েছে। তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক ছাত্রনেতা ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মরহুম অ্যাড. মাহবুবুল হক পাটোয়ারীর সহধর্মিনী মর্জিনা মাহবুব প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।