চাঁদপুর নিউজ রিপোর্ট
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবদুল মান্নান মিয়াজী (৭৪) আর বেঁচে নেই। তিনি গতকাল শুক্রবার রাত ৮টায় সদর উপজেলার বালিয়া ইউনিয়নস্থ উত্তর ইচলী তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে, ২ ছেলেসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ সকাল ১১টায় মরহুমের নিজ বাড়ির সামনে মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
আবদুল মান্নান মিয়াজী বাগাদী গণি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আমৃত্যু তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুর খবরে আওয়ামী লীগ নেতা-কর্মীরা তার বাড়িতে ছুটে যান। এছাড়া তার অনেক ছাত্র ও শুভাকাঙ্ক্ষীও তাঁকে শেষবারের মতো দেখতে আসেন। এদিকে তাঁকে দেখার জন্যে গত বৃহস্পতিবার চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামছুল হক মন্টু পাটওয়ারী, তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী ও সদস্য অ্যাডঃ রনজিত রায় তার বাড়িতে যান। তাঁরা বেশ কিছুক্ষণ তাঁর শয্যাপাশে ছিলেন। এ সময় মান্নান মিয়াজী তার আদর্শিক নেতাদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে যান। নেতৃবৃন্দ তাঁর সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন। আর পরদিনই তিনি মারা যান।