প্রতিনিধি
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থীরা এখন মাঠে। এদিকে স্থানীয়ভাবে দলীয় সমর্থন পেতে জেলা থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত শীর্ষ নেতাদের ধরনা দিচ্ছেন প্রার্থীরা। একইভাবে আনুষ্ঠানিক গণসংযোগ শুরু না করলেও অনুষ্ঠানিকভাবে দেশের তিন শীর্ষ রাজনৈতিকদল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ করছেন আত্মীয় স্বজন, দলীয় সিনিয়র নেতা যারা দীর্ঘদিন যাবৎ দলের রাজনীতি করেছেন বয়সের কারণে এখন ন্যুব্জ এদের খোঁজ খবর নিচ্ছেন। আবার মরহুম নেতাদের পরিবারের খোঁজ খবর নিচ্ছেন। কেউ বিভিন্ন গ্রাম-গঞ্জে তরুণদের সংগঠিত করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বা ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করে সেখানে নিজে অতিথি হয়ে যাচ্ছেন। তাছাড়া নির্বাচনী এলাকার সুধীজনদের ও খোঁজ খবর নিচ্ছেন।
এদিকে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দ্বি ধারায় বিভক্ত চাঁদপুরের বিএনপিতে ঐক্যের প্রস্তুতি চলছে। নাম প্রকাশ না করার শর্তে জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের একনেতা বলেন, দীর্ঘদিন যাবৎ চাঁদপুরে বিএনপির গ্র“পিং রাজনীতির কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমরা আর ক্ষতি দেখতে চাই না। দলের এ দুঃসময়ে সকল স্তরের নেতা-কর্মীদের মাঝে ঐক্য চাই। তাই আমরা ঐক্যের সিদ্ধান্ত নিয়েছি। আশা রাখি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ঐক্যবদ্ধ বিএনপি ঘরে সুফল নিয়ে বীরের বেশে প্রবেশ করবে।
এদিকে বিএনপি একটি সূত্রে জানায়, গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকের মুনিরা বাসভবনে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এক গ্র“পের ৩ জন চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন। একইভাবে ভাইসচেয়ারম্যান পুরুষ ও মহিলা পদে আগ্রহী প্রার্থীরা ও তাদের মতামত প্রকাশ করেন। সভায় মূলত উপস্থিত সকলেই দলের ঐক্যের বিষয়ে কথা বলেন। তবে বিএনপির এই গ্র“প থেকে সদর উপজেলা বিএনপির সভাপতি ও গতবার বিজিত চেয়ারম্যান প্রার্থী দেওয়ান মোঃ সফিকুজ্জামান ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন জোরালো প্রার্থীর আভাস দিয়েছেন। অপর গ্র“পের চেয়ারম্যান প্রার্থী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী জুয়েল জোরালো প্রার্থী। এ প্রার্থী গতকালও তার অনুসারী দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।
এদিকে বর্তমান ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বেশকিছু সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যান পুরুষ ও মহিলা প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এক্ষেত্রে জোরালোভাবে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউসুফ গাজী, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সেলিম খান জোরালো প্রার্থী হিসেবে কাজ করে যাচ্ছেন।
ইউসুফ গাজী ও নাজিম দেওয়ান নির্বাচন করবেন দলীয় সমর্থন পেয়ে এমন আশায় দলীয় সমর্থনের বিষয়ে শীর্ষ নেতাদের কাছে তদবির এবং মাঠে দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন।
অপরদিকে তরুণ ও যুব প্রজন্মের কাছে জনপ্রিয় ব্যক্তি ও লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেলিম খান সর্বপ্রথমে দলীয় শীর্ষ পর্যায়ের আর্শিবাদ নিয়ে নিজ ইউনিয়নবাসীকে সমন্বয় করে তার ইউনিয়নের আশ-পাশের ৫/৭টি ইউনিয়নের জনগণের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন। একইভাবে তিনি দলের শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত সমন্বয় করে কাজ করছেন।
বর্তমানে দেশের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি এবারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দলের বেশ কিছু সিনিয়র নেতাদের প্রার্থী হওযার আগ্রহ প্রকাশের পাশাপাশি তরুণ প্রজন্মের দুজন প্রার্থী জোরালো কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এরা হচ্ছেন চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা অ্যাড. মহসিন খান চেয়ারম্যান পদে ও সহ-সভাপতি মাওঃ জাকির হোসেন হিরু ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করেছেন। এ দু’ প্রার্থী গতকাল বেশ ক’টি ইউনিয়ন জাতীয় পার্টির নেতাদের নিয়ে মতবিনিময় করেছেন।
এদিকে নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচন বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আজ থেকে সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবেন।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।