আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে চরমোনাই নমুনায় চাঁদপুরের সর্ববৃহৎ ওয়াজ মাহফিল। শহরের পুরাণবাজার স্টার আল-কায়েদ জুট মিল সংলগ্ন বালুর মাঠে তিনদিনব্যাপী এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল ১৭ জানুয়ারি রোববার বাদ এশা প্রধান অতিথি হিসেবে মাহফিলে বয়ান করেন হজরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
তিনি বয়ানে সমবেত সকলকে আল্লাহ ও রাসুল (সাঃ)-এর নীতি আদর্শ অনুসরণের তাগিদ দেন। পরে পীর সাহেব সমবেত মুরিদান ও মুসলি্লদের নিয়ে মহান আল্লাহ রাব্বুল আল-আমীনের দরবারে হাত তোলেন। পীর সাহেবের সাথে মুরিদান ও মুসুলি্লগণ মহান আল্লাহ রাব্বুল আলাআমীনের দরবারে পানাহ চান। করোনা ভাইরাসের হাত থেকে রক্ষায়ও পীর সাহেব সকলকে নিয়ে মহান আল্লাহর দরবারে আর্জি জানান।
দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মুসলি্ল স্বাস্থ্য বিধি মেনে এ মাহফিলে অংশ নেন। তিন দিনের এ মাহফিলে দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম ওয়াজ নসিহত করেন।