৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি, আলিম ও এইচএসসি সমমানের ভোকেশনাল পরীক্ষা।
এবারের পরীক্ষায় চাঁদপুর জেলায় তিনটি বোর্ডের অধীনে ৫০টি কেন্দ্রে মোট ২০ হাজার, ২৫ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে এইচএসসিতে ৩৩টি কেন্দ্রে ১৬ হাজার ৩১ জন, আলিমে ১০টি কেন্দ্রে ২ হাজার ৭শ’ ৫৯ জন এবং এইচএসসি সমমান ভোকেশনালে ১ হাজার ২শ’ ৩৫ জন পরীক্ষার্থী রয়েছে।
জেলা প্রশাসনের শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, চাঁদপুর সদরে এইচএসসিতে ৫টি কেন্দ্রে ৩ হাজার ৬শ’ ৫৩ জন, আলিমের ২টি কেন্দ্রে ৫শ’ ২৬ জন এবং ভোকেশনালের ২টি কেন্দ্রে ১শ’ ৬২ জন পরীক্ষার্থী।
হাজীগঞ্জে এইচএসসিতে ৭টি কেন্দ্রে ২ হাজার ৮শ’ ৮১ জন, আলিমে ১টি কেন্দ্রে ৫শ’ ৫৪ জন এবং ভোকেশনাল সমমানে ১টি কেন্দ্রে ৫শ’ ৯৯ জন পরীক্ষার্থী।
শাহরাস্তিতে এইচএসসিতে ৪টি কেন্দ্রে ১ হাজার ৩শ’ ৯১ জন এবং আলিমে ১টি কেন্দ্রে ২শ’ ৫৫ জন পরীক্ষার্থী।
মতলব দক্ষিণে এইচএসসিতে ৩টি কেন্দ্রে ১ হাজার ৬শ’ ৯৫ জন, আলিমে ১টি কেন্দ্রে ২শ’ ৪৯ জন এবং ভোকেশনাল সমমানে ১শ’ ৪৭ জন পরীক্ষার্থী।
মতলব উত্তরে এইচএসসিতে ৪টি কেন্দ্রে ১ হাজার ৯শ’ ৬৫ জন এবং আলিমে ১টি কেন্দ্রে ২শ’ ৩০ জন পরীক্ষার্থী।
ফরিদগঞ্জে এইচএসসিতে ৪টি কেন্দ্রে ২ হাজার ৬১ জন, আলিমে ২টি কেন্দ্রে ৪শ’ ৫৩ জন এবং ভোকেশনাল সমমানে ১টি কেন্দ্রে ২শ’ ৫৫ জন পরীক্ষার্থী।
কচুয়ায় এইচএসসিতে ৫টি কেন্দ্রে ২ হাজার ১শ’ ৪৫ জন এবং আলিমে ১টি কেন্দ্রে ৪শ’ ২ জন পরীক্ষার্থী।
হাইমচরে এইচএসসিতে ১টি কেন্দ্রে ৪শ’ ৯১ জন, আলিমে ১টি কেন্দ্রে ১শ’ জন এবং ভোকেশনাল সমমানে ১টি কেন্দ্রে ৭২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
এদিকে পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানে জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, কেন্দ্র সচিবসহ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে একাধিক সভা করা হয়েছে। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে সে ব্যাপারেও ব্যবস্থা নেয়া হয়েছে।
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।