মিজানুর রহমান রানা//এম এ আকিব, /দেলোয়ার হোসাইন
আগামীকাল শনিবার চাঁদপুরের ৪০ গ্রামে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। প্রায় এক শতাব্দী ধরে ওইসব গ্রামে মুসলমানেরা সৌদিআরবের সাথে সংঘতি রেখে ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করে আসছেন।
গংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওইসব মুসল্লীরা ইসলামের চার মাযহাবের মধ্যে হানাফি মাযহাবের অনুসারী। হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রা হামিদিয়া দাখিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মরহুম মাওলানা আবু ইছহাক ইংরেজী ১৯২৮ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইসলামের সব ধর্মীয় রীতিনীতি প্রচলন শুরু করেন।
মাওলানা ইছহাকের মৃত্যুর পর থেকে তার ৬ ছেলে এ মতবাদের প্রচার চালিয়ে আসছেন। এদের মধ্যে ওনার বড় ছেলে আবু যোফার মোহাম্মদ আবদুল হাই সাদ্রাভী অন্যতম।
চাঁদপুর জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার ৪০ টি গ্রামে প্রায় ৮৬ বছর ধরে এভাবে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আযহা উদযাপিত হয়ে আসছে। আগাম ঈদ পালন নিয়ে মতভেদ রয়েছে। অতীতে একাধিকবার সংঘাত ও সংর্ঘষের ঘটনা ঘটেছে। দীর্ঘদীন ধরে বিষয়টি নিয়ে তর্ক-বিতর্ক চললেও আজ পর্যন্ত এটির স্থায়ী সমাধান হয়নি। ফলে একই গ্রামের এমনকি একই পরিবারের সদ্যসদের কেউ একদিন আগে আবার কেউ একদিন পরে ঈদ উদযাপন করছেন।
যেসব গ্রামে আজ ঈদ উদযাপন হবে সেগুলো হলো-হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, বেলঁেচা, জাঁকনি, প্রতাপপুর, গোবিন্দপুর, দক্ষিণ বলাখাল। ফরিদগঞ্জ উপজেলার-সেনাগাঁও, বাসারা উভারামপুর, উটতলী, মুন্সিরহাট, মূলপাড়া, বদরপুর, পাইকপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, কাইতাড়া, নুরপুর, শাচনমেঘ, ষোল্লা, হাঁসা, , চরদুখিয়া। মতলব দক্ষিণ উপজেলার দশআনী , মোহনপুর, পাঁচআনী ও কচুয়া উপজেলার উজানি গ্রাম।
হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজের অফিস সহকারী ও সাদ্রা গ্রামের বাসিন্দা আবদুল মালেক মিয়াজী জানান, আমার বাড়ীতে আজ শনিবার ঈদ পালন হবে। কিন্তু আমি সারাদেশের মুসলমানের সাথে সোমবার ঈদ পালন করবো।
সাদ্রা গ্রামের গদিশীন পীর মাওলানা আবু যোফার আবদুল হাই বলেন, সৌদি আরবের সাথে বাংলাদেশের সময়ের ব্যবধান মাত্র ৬ ঘন্টা। ৬ ঘন্টা ব্যবধানের জন্য রোজা ও ঈদ পালনে বাংলাদেশে একদিন/ দুইদিন ব্যবধান হতে পারে না। তিনি আরো বলেন, আজ শনিবার সাদ্রা হামিদিয়া দাখিল মাদ্রাসা মাঠে ঈদুল আযহার জামাত আদায় করা হবে।
ইউপি চেয়ারম্যান মহীনউদ্দিন মুন্সী বলেন, তারা কয়েক যুগ ধরে আগাম ঈদ পালন করে আসছে। অতীতে স্থানীয় জনগণ বাঁধা দিলেও এখন আর এসব বিষয়ে নাকগলায় না।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।