স্টাফ রিপোটার ঃ
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে আগামীকাল ১৫ র্ফেরুয়ারী সোমবার থেকে চাঁদপুর স্টেডিয়াম প্যাভিলিয়ানে ৪ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৬ অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় ডিজিটাল উদ্ভাবনী এ মেলার উদ্বোধন করবেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল । প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত । এ মেলা চলবে ১৮ র্ফেরুয়ারী পর্যন্ত । সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন ) ও জাতীয় প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব কবির বিন আনোয়ার । ডিজিটাল উদ্ভাবনী মেলাকে সফল করতে চাঁদপুর জেলা প্রশাসন থেকে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান চাঁদপুরের জেলা প্রশাসক (সার্বিক ) মুহাম্মদ লুৎফর রহমান ।