শিরোনাম:
শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
মিজান লিটন
আগামীকাল সোমবার ৮ ডিসেম্বর। চাঁদপুর হানাদার মুক্ত দিবস।
দীর্ঘ ৯ মাস টর্সার সেলগুলোতে কত নারী-পুরুষকে হত্যা করা হয়েছে, নারীকে ধর্ষণ করা হয়েছে, তার হয়তো সঠিক তথ্য কেউ না জানলেও পাশেই বহমান পদ্মা, মেঘনা নদী এর নীরব স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কারণ এই সময় যত লোককে হত্যা করা হয়েছে, তার বেশিরভাগ লাশগুলো হাত-পা বেঁধে পাথর দিয়ে পদ্মা মেঘনায় ডুবিয়ে দেয়া হতো।
অবশেষে ডিসেম্বর মাস আসে এই বিজয়ের মাসে ৭ ডিসেম্বর ভোর থেকেই মুক্তিবাহিনী ও মিত্র বাহিনী হাজীগঞ্জ, মোদাফফরগঞ্জ, বলাখাল, ফরিদগঞ্জ, বাবুরহাট ইত্যাদি স্থান দিয়ে পাকসেনাদের চতুরমুখী আক্রমন চালায়। মিত্র বাহিনীর এই সম্মিলিত আক্রমনের মুখে পাক সেনারা দিশেহারা হয়ে পড়ে এবং গভীর রাতে মেঘনা নদী দিয়ে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করে। ৮ ডিসেম্বর ট্যাংকসহ মিত্র বাহিনী চাঁদপুর এসে শত্রুদের ধরতে শুরু করে এবং ট্যাংক থেকে মেঘনা নদীতে কামান আর বিমান থেকে গুলি করে পালিয়ে যাওয়া ৬ শতাধিক পাক সেনার একটি বিশাল বাহিনীকে মেঘনা নদীতে কবর রচনা করে। ফলে চাঁদপুর হয় মুক্ত।
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।