মিজানুর রহমান রানা
জেগে উঠো মাটির টানে এই শ্লোগানকে ধারন করে ৬ষ্ঠ বারের মতো আগামীকাল অনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে ছয় দিনব্যাপী গ্রামীণফোন ইলিশ উৎসবের। ইলশের শহর নামে খ্যাত মেঘনা পাড়ের জেলা চাঁদপুরবাসীর দ্বিতিয় প্রাণের উৎসব বনে যাওয়া দেশের একমাত্র গ্রামীণফোন ইলিশ উৎসব ইতিমধ্যেই জেলার গন্ডি পেরিয়ে দেশব্যাপি ও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ২৬ আগস্ট মঙ্গলবার থেকে ছয়দিনব্যাপী এ উৎসব চলবে আগামি ১ আগস্ট পর্যন্ত। প্রতিদিন বেলা ২টায় থেকে উৎসবের কার্যক্রম শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত। উৎসবের সকল প্রস্তুতি ইতি মধ্যেই সম্পন্ন হয়েছে। উৎসবকে ঘিরে জেলা শিল্পকলা একাডেমী সেজেছে বর্নিল সাজে। প্রস্তুত শিল্পকলা একাডেমি মিলনায়তন ও মঞ্চ। আগামীকাল মঙ্গলবার বেলা ২টায় ক বিভাগের নির্ধারিত সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে উৎসবের কার্যক্রম শুরু হবে। বিকেল ৪টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পুলিশ সুপার মোঃ আমির জাফর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সফিকুর রহমান ও গ্রামীণফোন কম্পানির কুমিল¬া রিজিওনাল হেড ও জেনারেল ম্যানেজার শাহ মোঃ ইব্রাহীম আজাদ। উদ্বোধনি অনুষ্ঠানে সভাপ্রতিত্ব করবেন চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের চেয়ারম্যান অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার।
বরাবরের ন্যায় এবারো উদ্বোধনকালেই জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে বের হবে একটি বর্ণাঢ্য র্যালী। বিকেল ৫টায় রঢেছে বিতর্ক প্রতিযোগিতা। সন্ধ্যা ৬টায় রংধনু সাংস্কৃতিক সংগঠনের নৃত্যানুষ্ঠান এবং সন্ধ্যা ৭টায় সম্মাননা ও পুরস্কার প্রধ্ান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাজীগঞ্জ মডেল কলেজের অধ্যক্ষ ড. আলমগীর কবির পাটওয়ারী। উদ্বোধন করবেন মতলব পৌরসভার মেয়র এনামুল হক বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট চিকিৎসক রোটাঃ ডাঃ মিজানুর রহমান খান ও জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী মাঝি। রাত ৮টায় রিমঝিম সাংস্কৃতিক সংগঠনের নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান। এবারের উৎসবে ছয় জন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেয়া হবে এবং বিশেষ সম্মাননা স্মারক দেয়া হবে পাঁচজন সাংবাদিককে ও। উদ্বোধনী অনুষ্ঠান ও র্যালীতে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চতুরঙ্গের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, উৎসব কমিটির আহ্বায়ক কাজী শাহাদাত ও সদস্য সচিব শহীদ পাটওয়ারী।
শিরোনাম:
সোমবার , ২১ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৮ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।