ফরিদগঞ্জ ব্যুরো:
আগামীকাল শুক্রবার ফরিদগঞ্জ মুক্তিযুদ্ধের বিজয়মেলা মঞ্চে সন্ধ্যায় স্মৃতি চারণ ও মুক্ত আলাচনায় অংশ গ্রহন করবেন ফরিদগঞ্জ প্রেসকাবের সাংবাদিকবৃন্দ। এছাড়া রাতে ফরিদগঞ্জ লেখক ফোরামের পরিবেশনায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে গত ২৫ নভেম্বও থেকে ২১ দিন ব্যাপি শুরু হওয়া মেলায় প্রতিদিনই প্রচুর দর্শক সমাগম হচ্ছে। মেলা মঞ্চে প্রতিদিন ফরিদগঞ্জ সম্মিলিত সাংষ্কৃতিক ফোরাম ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের পরিবেশনার মাধ্যমে মেলাবে জমিয়ে রাখছেন। মেলার সাংস্কৃতিক উপকমিটির আহবায়ক নুরুন্নবী নোমান জানান, আর্থিক কারণে জেলা পর্যায়ের কয়েকটি নাটক ছাড়া বাড়তি আয়োজনের ব্যবস্থা না থাকলেও এবছর ফরিদগঞ্জ উপজেলার সাংস্কৃতিক সংগঠনগুলো তাদের নিজেদের পরিবেশনার মাধ্যমে মেলাকে সজিব রাখছেন। তিনি আশা প্রকাশ করছেন , মেলাকে আরো সুন্দর ও আর্কষণীয় করতে আগামীতে এর আরো ব্র্যাপ্তি বাড়বে। সংগঠন গুলো তাদের অবস্থানও সুদৃঢ় করতে সক্ষম হবে। এদিকে মেলা কমিটির অন্যতম সদস্য ফরিদগঞ্জ প্রেসকাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান জানান, মেলা উদযাপন কমিটি এখন প্রতিনিয়ত তঠোর নজরদারিতে মেলা পরিচালনা করছেন। প্রথম দিকে সামান্য কিছু সমস্যা থাকলেও গত এক সপ্তাহ ধরে সুন্দর ভাবে মেলা চলছে। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠান মালার মধ্যে দিয়ে শেষ হবে মেলার কার্যক্রম। #
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।