শওকত আলী ॥
চাঁদপুর জেলার হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলার প্রায় ৪০ গ্রামে সোমবার (৬ জুন) থেকে সৌদি আরবের সাথে মিল রেখে আগাম রোজা শুরু হবে।
রবিবার (৫ জুন) দিবাগত রাতে তারাবি নামাজ ও সেহরী খাওয়ার মধ্য দিয়ে মাহে রমজানের আনুষ্ঠানিকতা শুরু করবে এসব গ্রামের শত-শত লোকজন।
হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের পীর সাহেব বাড়ীর সাদ্রা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবু বকর ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
আগাম রোজার বিষয়ে সাদ্রা দরবার শরীফের বর্তমান পীর সাহেব মাওলানা আবু জোফার আব্দুল হাই জানান, সাদ্রা দরবার শরীফের তৎকালীন পীর মাও. ইসহাক আরব দেশ সমূহের সাথে মিল রেখে আগাম রোজা রাখাসহ দুই উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালনের নিয়ম চালু করেন।
যে সব গ্রামে আগাম রোজা শুরু হবে: হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, মনিহার, জাক্নি, প্রতাপ পুর, বাসারা। ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভূলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উট্তলী, মুন্সিরহাঁট, মূলপাড়া, বদরপর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, কাইতপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর; মতলবের দশানী, মোহনপুর, পাঁচানী এবং শাহরাস্তি ও কচুয়া উপজেলার কয়েকটি গ্রামের অংশ।
১৯২৮ সালে সাদ্রা দরবার শরীফের পীর মরহুম মাওলানা ইসহাক (রা.) এই মতবাদের প্রথম প্রচলন শুরু করেন।