প্রতিনিধি ॥
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা নির্বাচন সোমবার (১৫ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ভোট গ্রহনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে নেয়া হয়েছে ভোট গ্রহনের জন্য সকল সরঞ্জামাদি।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শাহরাস্তি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মেয়র পদে নৌকা প্রতীকে আওয়ামীলীগ থেকে মনোনীত প্রার্থী হাজী আব্দুল লতিফ এবং বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন (বর্তমান মেয়র) মোস্তফা কামাল। শাহরাস্তি উপজেলা নির্বাচন কর্মকর্তা নিশাত পারভীন জানান, শাহরাস্তি পৌরসভায় ১২টি ওয়ার্ডে মোট ভোট কেন্দ্র রয়েছে ১২টি। ভোটার সংখ্যা ২৬ হাজার ৩৮জন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রার্থী ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একাধিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর জেলা নির্বাচন অফিসার মো. আতাউর রহমান বলেন, শাহরাস্তি পৌরসভার ভোট গ্রহনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য জেলা প্রশাসন থেকে ৪জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়াও র্যাবের ২৪ সদস্যের ৩টি টীম, ১প্লাটুন বিজিবি ৩ ভাগে অবস্থান নিবেন। পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালনে নিয়োজিত থাকবেন। রবিবার দুপুর থেকে র্যাব পৌরসভার বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন।