অভিজিত রায় ॥
দীর্ঘ ১১ বছর পর আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুর জেলা আয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। স্টেডিয়ামের বিশাল মাঠে প্রথম অধিবেশ করার লক্ষে সকল প্রস্ততি সম্পন্ন করেছে জেলা আওয়ামীল নেতৃবৃন্দ। সম্মেলন স্থল থেকে শুরু করে পুরো শহর সেজেছে রঙ্গীন ব্যানার, তোরণ ও ফেস্টুনে। সম্মেলনে প্রতীদ্বন্দ্বী প্রার্থীরা কর্মীদের সমাবেশে ঘটিয়ে নিজেদের সাংগঠনিক শক্তিমত্তার পরিচয় দিতে প্রস্তুত। সম্মেলনকে সফল করতে প্রত্যেক নেতৃবৃন্দ প্রথম অধিবেশনের সময়কাল ব্যাপক লোকসমাগমের জন্য বিগত বেশ কয়েক দিন ব্যাস্ত সময় কাটিয়েছেন।
সকাল ১১টায় জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে সম্মেলনের শুভ সূচনা কার হবে। দ্বিতীয় পর্বের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে বিকেল আড়াইটায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে। এবারের জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ মোঃ আশরাফুল ইসলাম এমপি। উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাঃ দীপু মনি এমপি, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আঃ মতিন খসরু এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অবঃ) এ বি তাজুল ইসলাম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য সুজিত রায় নন্দী।
সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ, চাঁদপুর জেলা শাখার সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি এবং পরিচালনার দায়িত্ব পালন করবেন বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী।
সম্মেলনের প্রস্তুতি দেখতে গতকাল মঙ্গলবার দুপুর ৩টায় সম্মেলনস্থল পরিদর্শণ করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী, জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশ্রাফুজ্জানসহ জেলা আওয়ামীলীগের বিভিন্ন স্তরের অসংখ্য নেতাকর্মী।