প্রতিনিধি *
আগামীকাল ১৪ জানুয়ারি, ৩ মাঘ বৃহস্পতিবার হযরত পীর শাহরাস্তি বোগদাদী (রঃ)-এর মাজার শরীফ প্রাঙ্গণে ৬০তম ওরশ শরীফ অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মাজার কমিটির মোতোয়াল্লি এ এইচ এম আবুল খায়ের। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন এন্তেজামিয়া কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ জিলান মিয়া। ওরশ শরীফে দেশের প্রখ্যাত ওলামায়ে কেরামগন বয়ান রাখবেন।
প্রসঙ্গত, হযরত শাহজালাল (রঃ)’র সাথে যে ৩৬০ জন আউলিয়া এ অঞ্চলে আসেন, তিনি ছিলেন তাঁদের অন্যতম। তিনি যখন এদেশে আসেন তখন দিল্লীর সুলতান ছিলেন ফিরোজ শাহ্ এবং বাংলার সুবেদার ছিলেন ফখরুদ্দিন মোবারক শাহ। শাহরাস্তি বা রাস্তি শাহের অন্যতম সহচর ছিলেন সৈয়দ আহমেদ তানভী।
ধর্ম প্রচারের উদ্দেশ্যে তিনি প্রথম ইয়েমেন আসেন ৭৩৮ বঙ্গাব্দে। ইয়েমেন থেকে স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে তিনি ইসলাম প্রচারে এদেশে আসেন। ইয়েমেন হতে এদেশে আসেন বলে অনেকে তাঁকে ইয়েমেন বংশোদ্ভূতও বলে থাকেন। এদেশে আসার সময় তাঁর অন্যতম সহচর ছিলেন তাঁরই কনিষ্ঠ ভ্রাতা শাহ্ মাহবুব।
এ অঞ্চলে ইসলামের আলো প্রজ্বলিত করে তিনি সকল প্রকার পাপাচারের মূলোৎপাটন করে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করেছেন। তাঁর নামানুসারে শাহরাস্তি উপজেলার নামকরন করা হয়েছে।