প্রেস বিজ্ঞপ্তি
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি�র চতুর্থ সমাবর্তন আগামীকাল ৬ মার্চ প্রথমবারের মত আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনন্দিত সমাজসেবক ভারতের উড়িষ্যা প্রদেশের ভূবনেশ্বরে অবস্থিত বিখ্যাত কলিঙ্গ ইন্সটিটিউট অব সোস্যাল সাইন্সেস (কওঝঝ), কওগঝ এবং কলিঙ্গ ইন্সটিটিউট অব আইটি (কওওঞ) বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. অস্যুত সামন্ত। মহামান্য রাষ্ট্রপতি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর মোঃ আবদুল হামিদের অনুমোদনক্রমে সমাবর্তন অনুষ্ঠানে ড. অস্যুত সামন্তকে সম্মানসূচক উ. খরঃঃ. (ঐড়হড়ৎরং ঈধঁংধ) ডিগ্রি প্রদান করা হবে যা বাংলাদেশের কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিই বাংলাদেশে প্রথম এমিরিটাস প্রফেসরের পদ চালু করেছে। এবারের সমাবর্তনে ৩ হাজার ২৫২ ছাত্র-ছাত্রীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হবে এবং ১৫ জন গ্র্যাজুয়েটকে ফলাফলের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে স্বর্ণ পদক প্রদান করা হবে। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক �মিট দ্যা প্রেস�-এ এসব তথ্য জানানো হয়।
মিট দ্যা প্রেস-এ চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানের বিস্তারিত সাংবাদিকদের উদ্দেশ্যে তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এম গোলাম রহমান, রেজিস্ট্রার প্রফেসর ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক, পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ইমরান হোসেন, পরিচালক (স্টুডেন্ট এফেয়ার্স) সৈয়দ মিজানুর রহমান রাজু ও সহকারী পরিচালক (জনসংযোগ) মোঃ আনোয়ার হাবিব কাজল প্রমুখ।