প্রচার-প্রচারণা শেষে আনন্দ মুখর পরিবেশে হাইমচর উপজেলার ৬৯ হাজার ৭৮০ জন ভোটার তাদের নাগরিক অধিকার প্রয়োগ করে তাদের পছন্দের উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, মহিলা ভাইস-চেয়ারম্যান জনপ্রতিনিধি নির্বাচিত করবেন।
হাইমচর উপজেলার নির্বাচনের ভোট গ্রহণের জন্যে রয়েছে ৩১টি কেন্দ্রে ১৮৬টি বুথ, ৩১ জন প্রিজাইডিং অফিসার, ১৮৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৩৭২ জন পোলিং অফিসার ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে।
এছাড়া প্রত্যেকটি কেন্দ্রে ১২ জন করে আনসার ভিডিপি ও ৬জন করে পুলিশ আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকবে। অপরদিকে সেনা সদস্য ও বিজিপি সদস্য মোবাইল কোর্ট পেট্রোল, র্যাব-১১ এবং সেনাবাহিনী স্টাইক ফোর্সে থাকবে।
আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিএনপি’র একক প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে অ্যাড. মোখলেছুর রহমান, আওয়ামী লীগের একমাত্র সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারী দোয়াত কলম, বর্তমান উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোটর সাইকেল প্রতীক নিয়ে মো. শাহজাহান মিয়া, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. কায়কোবাদ চুন্নু মিয়া সরকার কাপ-পিরিচ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।
পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে আ’লীগের দলীয় প্রার্থী মোঃ সোহেল হাওলাদার (উড়োজাহাজ), আওয়ামী লীগ বিদ্রোহী এসএম কবির (চাপকল), বিএনপি’র দলীয় প্রার্থী মো. মনির সরকার (বই), বিদ্রোহী প্রার্থী মো. ফজলুর রহমান (চশমা) এবং মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী আ’লীগের সেলিনা (হাঁস), বিএনপি’র দলীয় মাকসুদা বেগম (ফুটবল) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সুষ্ঠু নির্বাচন হলে সকলেই বিজয়ী হওয়ার বিষয়ে গভীর আশাবাদী বলে জানিয়েছেন।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।