সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধের মাঝে চাঁদপুর জেলা ২০দলীয় জোট আগামী শনিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। আজ মঙ্গলবার বিকেলে জেলা শহরের হাসান আলী স্কুল মাঠ থেকে অবরোধ ও আগামী ২৪ জানুয়ারী শনিবারের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থণে বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে ২০দলীয় জোটের পক্ষে এ ঘোষণা দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. সলিম উল্যা সেলিম। তিনি বক্তব্যে বলেন বর্তমান সরকার দেশে নিজেরাই অস্থিরতা তৈরী করেছে। দেশের জনগণ এ ভেঅট বিহীন অবৈধ সরকারকে মেনে নেই নি। সরকার বিরোধীদলের নেতাকর্মীদেও নিজ গৃহে ঘুমাতে পর্যন্ত দিচ্ছে। নেতাকর্মীদের বাড়িতে আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে অভিযান চালিয়ে বাড়ি ঘর ভাংচুর সহ মহিলাদের সাথেও তারা খারাপ আচরন করছে। সরকারের নিপীরন, হত্যা ও নির্বাচনের দাবীতে অবরোধের মাঝেও আমরা হরতাল আহবান করছি। আপনারা হরতালের দিন সকল নেতাকর্মী রাজপথে থেকে হরতালকে সফল করবেন।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে হাসান আলী স্কুল মাঠ থেকে মিছিল বের হয়ে শহরের ছায়াবানী ও নতুন বাজারের মোড় হয়ে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেওয়ান মোঃ সফিকুজ্জামান, আক্তার হোসেন মাঝি, খলিলুর রহমান গাজী, কাজী গোলাম মোস্তফা, মনির চৌধুরী, সলিমু সালাম, অ্যাড. হারুনুর রশিদ, ফেরদৌস আলম বাবু, জেলা যুবদল সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন চান্দু, জেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক অ্যাড. জাহাঙ্গীর খান, সদস্য-সচিব হযরত আলী, জেলা ছাত্রদল সাবেক সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী জুয়েল, জেলা কৃষকদল সাধারণ সম্পাদক এনায়েত উল্যা খোকন, শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আরিফ উল্লা, সহকারী সেক্রেটারী আব্দুল কাদের খান, সাইফুল আলম, শহর শিবির সভাপতি মারুফ, সাধারণ সম্পাদক ইসমাইল খানসহ বিএনপি ও জামায়াতের অসংখ্য নেতাকর্মী।
শিরোনাম:
সোমবার , ১৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।