শিমুল হাছান, ফরিদগঞ্জঃ
উন্নয়নের গতি অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। দেশের জনগনের শান্তি সুরক্ষায় বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে আগামী জাতীয় নির্বাচনে ফরিদগঞ্জের আসনটি উপহার হিসেবে দিতে আওয়ামীলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গতকাল ১৭ ফেব্রুয়ারি উপজেলা গেইট সংলগ্ন বিআরডিবি মাঠে অনুষ্ঠিতব্য বাংলাদেশ আওয়ামী স্বেচ্চাসেবকলীগের ফরিদগঞ্জ উপজেলা শাখার পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় পরিষদের সদস্য ও সংসদীয় আসন ২৬৩ ফরিদগঞ্জ ৪ আসনের সাংসদ ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।
স্বেচ্চাসেবকলীগ সভাপতি মোঃ মিজানুর রহমান স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউসারউল ইসলাম এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার।
অনুষ্ঠানের মধ্যভাগে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নবগঠিত কমিটির সভাপতি মিজানুর রহমান স্বপন, সহ সভাপতি আঃ মান্নান পাটওয়ারী, মাসুদ আলম পাটওয়ারী, এমরান হোসেন মিলন ভূঁইয়া, মিজানুর রহমান, সাধারণ সম্পাদকক কাউসার উল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটওয়ারী, সিদ্দিকুর রহমান খাঁন, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম পাটওয়ারী, সহ সংগঠনিক সম্পাদক আজাদ হোসেন বেপারি, আঃ রহমান রুবেল, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, সহ প্রচার সম্পাদক স্বাধীণ খাঁন, দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন প্রমুখ সকলের সাথে নিজেদের পরিচয় পর্ব সম্পন্ন করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাসেম কন্ট্রাকটার, জেলা স্বেচ্চাসেবকলীগের সভাপতি জয়নাল আবদিন, আলমগীর হোসেন স্বপন প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুব আলম সোহাগ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুজন, কৃষকলীগের আঃ ছাত্তার মিয়া, ছবর আলীসহ অনেকে। অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করার জন্য উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সার্বিক সহযোগিতা করেন।