স্টাফ রিপোর্টার:: চাঁদপুর জেলা অটোরিক্সা, অটোটেম্পু, মিশুক, বেবি ট্যাক্সি, টেক্সি, ট্যাক্সিকার পরিবহণ শ্রমিক ইউনিয়ন (রেজিং নং-২৫০৩) এর ড্রাইভার/শ্রমিকদের গোপন ব্যালট নির্বাচন করার লক্ষে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে মিলনায়তনে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমীক লীগের সভাপতি নুরুল ইসলাম মিয়াজী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে শ্রমিকদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করেছিলো। এখনো একটি দল শ্রমিকদের দাবিয়ে রাখার জন্য বিভিন্ন ভাবে পায়তারা করছে। শ্রমিকরা এক থাকলে কোন পায়তারাই সফল হবে না। চাঁদপুর জেলা শ্রমিকলীগ সব সময় আপনাদের পাশে আছে এবং থাকবে। ইনশাল্লাহ আপনাদের কোন সমস্যা হবে না। আমি চাই আপনারা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন তাহলেই সফলতা আসবে। আগামী আগস্ট মাসের ১২ তারিখ জেলা অটোরিক্সা, অটোটেম্পু, মিশুক, বেবি ট্যাক্সি, টেক্সি, ট্যাক্সিকার পরিবহণ শ্রমিক ইউনিয়ন (রেজিং নং-২৫০৩) এর ড্রাইভার/শ্রমিকদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনকে সফল করতে আমাদের যা কিছু করার প্রয়োজন আমরা তা করবো।
তিনি আরো বলেন, ওমর ফারুক একজন দক্ষ সংগঠক। তার এই প্রমান দিয়েছেন বিশেষ সাধারণ সভার মাধ্যমে। একজন দক্ষ সংগঠক না হলে একই ছাদের নিচে এত শ্রমিকদের একত্রিত করা সম্ভব হতো না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানকার শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। কারন যে কোন সংগঠনে ঐক্যের প্রয়োজন। ঐক্য ছাড়া কোন কর্মে এগিয়ে যাওয়া সম্ভন নয়। শ্রমিকরা এই দেশে বিপ্লব ঘটাতে পারেন। তারাই পারে একটি দেশকে সুন্দর করে গড়ে তুলতে।
ভোটার প্রস্তুত কমিটির সদস্য দ্বীল মোহাম্মদ দেলু মিজির সভাপতিত্বে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন চাঁদপুর আঞ্চলিক শ্রম অধিদপ্তরের সহকারী শ্রম পরিচালক আফরোজা পারভীন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী। জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মাহবুবর রহমান, নৌ-যান শ্রমিকলীগ জেলা শাখার সভাপতি মো. বিল্পব সরকার, জেলা ট্রাক ও ট্যাংকলরী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো. নাজমুল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক মো. আবুল কালাম মন্টু, জাতীয় শ্রমিকলীগ জেলা শাখার দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান ভূঁইয়া, চাঁদপুর জেলা রিক্সা-অটোটেম্পু মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি লিটন মোল্লা, বিআইডব্লিউটিএর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সাত্তার, শাহরাস্তি উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. কামাল হোসেন।
ড্রাইভার/শ্রমিকদের গোপন ব্যালট (ভোটার) প্রস্তুত কমিটির কাজী শাহরিয়ার হোসেন (ওমর ফারুক) এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মুন্সী, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. বাবুল মিজি, সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান খান, জাতীয় শ্রমিকলীগ চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. সিরাজ গাজী, অটো রিক্সা-অটো টেম্পু মালিক সমিতির সভাপতি মো. আবুল হোসেন মজুমদার, অটো রিক্সা-অটো টেম্পু মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হাবিবুল ইসলাম সুমন। শ্রমিকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, মো. মহসিন, আবুল হোসেন, সদর থানা শ্রমিকলীগের সভাপতি শাহআলম মিয়াজী ফুটনও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মিয়াজী প্রমুখ।
শিরোনাম:
শুক্রবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ২১ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।