১৪৩৫ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে আজ বাংলাদেশের আকাশে। তাই ৩ জানুয়ারি শুক্রবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। আর সে হিসাব অনুসারে আগামী ১৪ জানুয়ারি মঙ্গলবার সারাদেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
আজ বৃহস্পতিবার ঢাকায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমের সভাকক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহসভাপতি কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মতিউর রহমান খান, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডা. মো. আবদুস সুকুর, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম, স্পারসোর পিএসও মো. শাহ আলম এবং বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নাদভী উপস্থিত ছিলেন।