অভিজিত রায় ॥
আগামী ২১ জানুয়ারী চাঁদপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার দুপুর ১২টায় জেলা আইনজীবি সমিতির মিলনায়তনে জেলা আইনজীবি সমিতির বার্ষিক সাধারণ সভায় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।
বার্ষিক সাধারণ সভায় জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. মো. জসিম উদ্দিন ভূইয়ার পরিচালনায় এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই কুরআন থেকে তিলাওয়াত করেন অ্যাড. শেখ হাবীবুর রহমান। ২০১৫ সালের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন ভূইয়া। বার্ষিক অডিট রিপোট প্রেস করেন, জেনারেল অডিটর অ্যাড. মো. কামাল হোসেন মজুমদার।